Skip to main content

Posts

Showing posts from July, 2020

Understanding “A Thing of Beauty”

ভেবে ছিলাম পড়া যখন হয়নি একটা ভিডিও করে পাঠাব তোমাদের । সেটাও হলনা । ঠিক করে কথা বলতে পারছিনা । আসলে জন কিটস ব্যাপারটাই সেরকম । ওখানে মাস্টারি চলেনা । কোনো কবিতাই আসলে পড়ানো যায়না , শুধু পড়ে নিতে হয় । কারণ কনসাস মনের সীমা পেরুলে শুরু হয় কবিতার জগৎ , সেই জগতে আর যাই হোক কেউ শিক্ষক নয় কেউ শিক্ষার্থী নয় , সকলে উদ্ভ্রান্ত । পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো ওসব বোঝেনা , আসলে খুব নিচু মেধার মানুষগুলোই ইউনিভারসিটিতে কাজ করে , রামবাবু শ্যামবাবুদের হুকুমে ওরা শুরু করল কবিতার বস্ত্রহরন । কনসাস মনের চাপে পড়ে তৈরি হল অজস্র তত্ত্ব , শুরু হল কবিতার মানে । যারা নিজের মানে জানেনা তারা কবিতার মানে বের করতে শুরু করল । যেখানে মানুষের চামড়া পোড়ালেই ভয় করে সেখানে অধ্যয়নের নাম করে চলল কবিতার পোষ্ট মরটেম । এখন ওটাই প্রথা । ফলে কবিতা পড়ানোর নাম করে প্রায় রোজই একেকটা কবিতার প্রাণ নিচ্ছি । কিন্তু কবিতা কিটস এর মত কবির হলে হত্যা এত সহজ হয়না , চামড়া ছিঁড়তে চায়না কিছুতেই । তবু ছিঁড়ে , কত পাঠারইতো গলা কাটতে চায়না , তবু কসাই কাটে , এক পোঁচে না হলে পাঁচটা দিতে হয় - এই তো ! “A Thing of Beauty” নামে কোন কবিতা কিটস লেখেননি । কপ...

Write a letter to the Editor of an English daily expressing your views on communal disturbances in different parts of India.

Write a letter to the Editor of an English daily expressing your views on communal disturbances in different parts of India. City, State Month Date, Year To The Editor The Tripura Times Agartala, Tripura Sub: Communal disturbances in the country. Sir, I shall be highly obliged to you if you kindly allow me to express my grave concern in one of the columns of your esteemed newspaper over the frequent communal disturbances in different parts of India. India is a vast country consists of different cultures, religions, languages and human races. But despite of all the differences we all belong to the same country. We are Indians - it is the most important identity that establishes 'unity in diversity'. But, communal disturbaces in various parts of the country is becoming a threat to the existence of peace and unity in India. Many people are losing their lives and belongings. Some have been driven out of their homes. The communalists are committing all these abominable crimes in the...

Contact

Address: 30 Fishery Para, Ujan Dudhpur, Kumarghat, Unakoti, Tripura 799288. Email: abhijit@littlemag.org Phone: 8974392595