Skip to main content

Posts

Showing posts with the label POETRY

Understanding “A Thing of Beauty”

ভেবে ছিলাম পড়া যখন হয়নি একটা ভিডিও করে পাঠাব তোমাদের । সেটাও হলনা । ঠিক করে কথা বলতে পারছিনা । আসলে জন কিটস ব্যাপারটাই সেরকম । ওখানে মাস্টারি চলেনা । কোনো কবিতাই আসলে পড়ানো যায়না , শুধু পড়ে নিতে হয় । কারণ কনসাস মনের সীমা পেরুলে শুরু হয় কবিতার জগৎ , সেই জগতে আর যাই হোক কেউ শিক্ষক নয় কেউ শিক্ষার্থী নয় , সকলে উদ্ভ্রান্ত । পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো ওসব বোঝেনা , আসলে খুব নিচু মেধার মানুষগুলোই ইউনিভারসিটিতে কাজ করে , রামবাবু শ্যামবাবুদের হুকুমে ওরা শুরু করল কবিতার বস্ত্রহরন । কনসাস মনের চাপে পড়ে তৈরি হল অজস্র তত্ত্ব , শুরু হল কবিতার মানে । যারা নিজের মানে জানেনা তারা কবিতার মানে বের করতে শুরু করল । যেখানে মানুষের চামড়া পোড়ালেই ভয় করে সেখানে অধ্যয়নের নাম করে চলল কবিতার পোষ্ট মরটেম । এখন ওটাই প্রথা । ফলে কবিতা পড়ানোর নাম করে প্রায় রোজই একেকটা কবিতার প্রাণ নিচ্ছি । কিন্তু কবিতা কিটস এর মত কবির হলে হত্যা এত সহজ হয়না , চামড়া ছিঁড়তে চায়না কিছুতেই । তবু ছিঁড়ে , কত পাঠারইতো গলা কাটতে চায়না , তবু কসাই কাটে , এক পোঁচে না হলে পাঁচটা দিতে হয় - এই তো ! “A Thing of Beauty” নামে কোন কবিতা কিটস লেখেননি । কপ...

Understanding "The Last Bargain" by R.N. Tagore

THE LAST BARGAIN কবিতাটি প্রাচ্যের এক বিশেষ জীবন দর্শনের উপর ভিত্তি করে রচিত । রবীন্দ্রনাথের লেখায় প্রাচ্য দর্শন বহূলভাবে উঠে আসাতে রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন ব্যক্তি মানুষ না থেকে সমগ্র ভারতীয় দর্শনের একজন প্রতিনিধি রূপে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছিলেন, রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি যতটা না রবীন্দ্রনাথের তার থেকে ঢের বেশি ভারতীয় দর্শনের । তাই রবীন্দ্রনাথের গীতিকবিতা শুধু রবীন্দ্রনাথের গীতিকবিতা না হয়ে হাজারো মানুষের হয়ে যায়, যাঁরা বিশ্বাস রাখেন সেই একই জীবন দর্শনে যেটিতে রাখেন রবীন্দ্রনাথের কবিস্বত্বা । দর্শন যে কি নিপুন ভাবে রবীন্দ্রনাথের কবিতায়-সাহিত্যে নিজের স্থান করে নিয়েছিল তার অন্যতম একটি উদাহরণ আলোচ্য কবিতাটি । যে জীবনের আভাস আমরা এই কবিতায় পাই তা সাধারণ মানুষের জীবন নয়, এ জীবন সুখের নয়, দুঃখের নয়, বেঁচে থাকার নয়, ধন-সম্পত্তির নয়, সম্মানের নয়, প্রতিপত্তির নয় । তাহলে কিসের ? কি চান কবি ? মানুষের জীবনে কি এর থেকে বড় কিছু পাওয়ার আছে ? হেসে বেঁচে থাকা, এই কি জীবন নয় ? বেঁচে থাকতে কি টাকা লাগেনা ? এমনকি সম্মানও না ? তোমরা যারা লেখাপড়া করছ, বেঁচে থাকার সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছ, ...

Contact

Address: 30 Fishery Para, Ujan Dudhpur, Kumarghat, Unakoti, Tripura 799288. Email: abhijit@littlemag.org Phone: 8974392595