ভেবে ছিলাম পড়া যখন হয়নি একটা ভিডিও করে পাঠাব তোমাদের । সেটাও হলনা । ঠিক করে কথা বলতে পারছিনা । আসলে জন কিটস ব্যাপারটাই সেরকম । ওখানে মাস্টারি চলেনা । কোনো কবিতাই আসলে পড়ানো যায়না , শুধু পড়ে নিতে হয় । কারণ কনসাস মনের সীমা পেরুলে শুরু হয় কবিতার জগৎ , সেই জগতে আর যাই হোক কেউ শিক্ষক নয় কেউ শিক্ষার্থী নয় , সকলে উদ্ভ্রান্ত । পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো ওসব বোঝেনা , আসলে খুব নিচু মেধার মানুষগুলোই ইউনিভারসিটিতে কাজ করে , রামবাবু শ্যামবাবুদের হুকুমে ওরা শুরু করল কবিতার বস্ত্রহরন । কনসাস মনের চাপে পড়ে তৈরি হল অজস্র তত্ত্ব , শুরু হল কবিতার মানে । যারা নিজের মানে জানেনা তারা কবিতার মানে বের করতে শুরু করল । যেখানে মানুষের চামড়া পোড়ালেই ভয় করে সেখানে অধ্যয়নের নাম করে চলল কবিতার পোষ্ট মরটেম । এখন ওটাই প্রথা । ফলে কবিতা পড়ানোর নাম করে প্রায় রোজই একেকটা কবিতার প্রাণ নিচ্ছি । কিন্তু কবিতা কিটস এর মত কবির হলে হত্যা এত সহজ হয়না , চামড়া ছিঁড়তে চায়না কিছুতেই । তবু ছিঁড়ে , কত পাঠারইতো গলা কাটতে চায়না , তবু কসাই কাটে , এক পোঁচে না হলে পাঁচটা দিতে হয় - এই তো ! “A Thing of Beauty” নামে কোন কবিতা কিটস লেখেননি । কপ...