Skip to main content

Posts

Showing posts from 2024

May এবং Might: সম্ভাবনা অর্থে

May একটি verb, যার past form হল Might। কিন্তু যেহেতু এরা Modal Verb, কাজেই অন্য Modal verb এর সঙ্গে আমরা এদের ব্যবহার করতে পারিনা মোটেই। বরং অন্য ক্রিয়াপদের পূর্বে এদের বসিয়ে আমরা অর্থ প্রকাশে সহযোগিতা পেতে পারি। May এবং Might উভয়ই প্রায় সমার্থক। অবশ্য কেতাবি রীতিতে(formal) কোন কিছুর চরিত্র বা আচরণ উল্লেখ করতে হলে May-ই গ্রহণযোগ্য। যেমন, The seeds from the plant may grow up to 20 centimetres in length. আবার মৌখিক রীতিতে might ব্যবহারই শ্রেয়। যেমন, I might paint the kitchen purple. কোন কিছু ঘটার সম্ভাবনা কতটুকু রয়েছে তা জিজ্ঞেস করতে may ব্যবহৃত হয়না, বরং could(n’t) অথবা be likely ব্যবহার করা যেতে পারে। যেমন, Could it be that you don’t want to leave? (May it be that you… এরূপ হয়না) এসব ক্ষেত্রে might ব্যবহার করলে করা যেতে পারে, কিন্তু তা কেতাবি শোনায়। যেমন, Might they be persuaded to change their minds? মনে রাখবে যে আনুষ্ঠানিক ভাবে অনুমতি চাইতে May ব্যবহার করা যায়। যেমন, May I leave now? May I help you? অতিতে কোন কিছু ‘এরকম’ ছিল বা হয়েছিল এমন বোঝাতে Might(not May)+bare infinitive ব্যবহা...

Contact

Address: 30 Fishery Para, Ujan Dudhpur, Kumarghat, Unakoti, Tripura 799288. Email: abhijit@littlemag.org Phone: 8974392595