Skip to main content

Posts

Showing posts from May, 2025

A এবং An এর ব্যবহার

যেসকল Noun অথবা Noun Phrase ব্যঞ্জন ধ্বনি বা Consonant Sound দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে a ব্যবহৃত হয়। মনে রাখবে Consonant Sound এর কথা বলেছি, Consonant Letter এর কথা বলিনি। কোন Noun বা Noun Phrase যদি vowel দিয়েও শুরু হয় কিন্তু উচ্চারণ হয় Consonant এর মত, তাহলেও a ব্যবহৃত হবে। যেমনঃ A university A European A one rupee note. উদারহন দেখে আবার ভাবতে পারো u তো u-র মতই উচ্চারিত হল তাহলে consonant বলছি কেন, আসলে প্রথম দুটো উদাহরণে u বর্ণটি /j/ ধ্বনি বা বাংলায় বললে ‘য়’ এর মত উচ্চারিত হচ্ছে, যা আসলে ব্যঞ্জন ধ্বনি। তৃতীয় উদাহরণে /w/ ধনিটি উচ্চারিত হচ্ছে শব্দের প্রথমে, সেটিও স্বর ধ্বনি নয়। কাজেই a ব্যবহৃত হয়েছে। এখনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শুধু এটুকু মনে রেখো যে, যেসকল Noun বা Noun Phrase এর প্রথম বর্ণটি vowel কিন্তু উচ্চারণ ওয়া বা ইউ এর মত হয় সেগুলোর পূর্বে a ব্যবহৃত হয়। যেসকল শব্দ vowel sound বা স্বর ধ্বনি দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে an ব্যবহৃত হয়। যেমনঃ An apple An umbrella An ox আগের মত এখানেও মনে রাখবে যে যে সকল শব্দ consonant দিয়ে শুরু হয়, কিন্তু উচ্চারিত হয় vowel এর মত (ইংরেজিতে অন...

Contact

Address: 30 Fishery Para, Ujan Dudhpur, Kumarghat, Unakoti, Tripura 799288. Email: abhijit@littlemag.org Phone: 8974392595