A এবং An এর ব্যবহার

"A" এবং "An" এর সঠিক ব্যবহার শিখুন

সহজ নিয়মে বুঝে নিন কখন কোনটি ব্যবহার করতে হবে।

looks_one কখন 'A' ব্যবহার করবেন?
  • যেসকল Noun অথবা Noun Phrase ব্যঞ্জন ধ্বনি (Consonant Sound) দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে a ব্যবহৃত হয়। মনে রাখবে Consonant Sound এর কথা বলেছি, Consonant Letter এর কথা বলিনি। কোন Noun বা Noun Phrase যদি vowel দিয়েও শুরু হয় কিন্তু উচ্চারণ হয় Consonant এর মত, তাহলেও a ব্যবহৃত হবে।

A university

A European

A one rupee note

info
বিশেষ দ্রষ্টব্য: উপরের উদাহরণে 'university' এবং 'European' শব্দ দুটি 'vowel' (u, e) দিয়ে শুরু হলেও এদের উচ্চারণ 'ইউ' (/j/) এর মতো, যা একটি ব্যঞ্জন ধ্বনি। একইভাবে 'one' এর উচ্চারণ 'ওয়া' (/w/) এর মতো। তাই এদের আগে 'a' বসেছে।
looks_two কখন 'An' ব্যবহার করবেন?
  • যেসকল শব্দ স্বর ধ্বনি (Vowel Sound) দিয়ে শুরু হয় সেগুলোর পূর্বে an ব্যবহৃত হয়।

An apple

An umbrella

An ox

info
ব্যতিক্রম: অনেক শব্দ consonant দিয়ে শুরু হলেও উচ্চারণের সময় প্রথম বর্ণটি নীরব (silent) থাকে এবং উচ্চারণ vowel এর মতো হয়। সেগুলোর ক্ষেত্রে an ব্যবহৃত হয়। যেমন:

An hour

An honest person

An Honour

looks_3 Abbreviation বা সংক্ষিপ্ত রূপ
  • Abbreviation, যেমন MLA, MP, CBI, যেগুলো আমরা প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা করে উচ্চারণ করি, সেগুলোর ক্ষেত্রে প্রথম বর্ণটির উচ্চারণে যদি vowel sound থাকে তাহলে an ব্যবহৃত হবে। এই বর্ণগুলো হল: A, F, H, I, L, M, O, R, S এবং X।

An MP

An ED officer

An FBI agent

info
কিন্তু মনে রাখবেন: যেসকল abbreviation আমরা শব্দের মত করে উচ্চারণ করি (যেমন NATO, ISRO, FIFA), সেগুলোর ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। তখন সাধারণ উচ্চারণের নিয়মেই a বা an বসবে।

a FIFA official

a NATO general

an ISRO scientist

Post a Comment

0 Comments

X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from AbhijitDas.in directly to your inbox.