The Present Perfect Tense 1: Intermediate


Form/ রূপ

Present Perfect Tense- এ have/has + past participle হয়।

Assertive

I/you/we/they have done.
He/she/ze/it has done.

Negative

I/you/we/they haven't done.
He/she/ze/it hasn't done.

Question

Have I/you/we/they done?
Have He/she/ze/it done?

ব্যবহার/Use

  • এই Tense-এ আমরা নতুন কোনো তথ্য জানাতে পারি, যেমন "Ow! I’ve cut my finger." বললে বুঝতে হবে যে শ্রোতার কাছে এই তথ্যটি অজানা। নিচেরর বাক্যগুলোর ক্ষেত্রেও তা-ই:

The road is closed. There’s been an accident.   

Police have arrested two men in connection with the robbery. 

 

  • Present Perfect এর সঙ্গে "এখন"-র একটা সম্পর্ক থাকে, অর্থাৎ ক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলেও তার প্রভাব 'এখন' অব্দি রয়েছে:

Ramen has lost his key. (= অর্থাৎ 'এখন' আর তার কাছে চাবিটি নে[  ] ই)
He told me his name, but I’ve forgotten it. (= অর্থাৎ এখন আর তা মনে করতে পারছি না)
Rita is still here. She hasn’t gone out. (= অর্থাৎ সে এখনও এখানেই রয়েছে)
I can’t find my bag. Have you seen it? (= তুমি কি জানো এখন সেটি কোথায় আছে?)

  • এবার ধরো কেউ Italy গিয়েছে, এই কথাটি আমরা gone ও been দুটো শব্দ ব্যবহার করেই বোঝাতে পারি। কিন্তু এই দুটো শব্দের অর্থের মধ্যে কিছুটা ফারাক রয়েছে। যেমন,

Sagar is on holiday. He has gone to Italy. (= অর্থাৎ gone হলে এর অর্থ দাঁড়ায় যে সে এখন হয় ইতালিতেই আছে বা ইতালি যাবার পথে আছে)
Laxmi is back home now. She has been to Italy. {= been হলে অর্থ দাঁড়ায় যে (কখনো) সে গিয়েছিল, এখন ফিরে এসেছে}
 

  • কিছু কিছু ক্ষেত্রে present perfect এর পরিবর্তে past simple (did, went, had etc.)-ও ব্যবহার করা যায়। কাজেই তুমি বলতে পারো:

Sujoy isn’t here. He’s gone out. বা He went out.
‘Are you hungry?’ ‘No, I’ve just had lunch.’ বা ‘No, I just ha[  ] d lunch.’
 

  • Present Perfect-কে just, already and yet এর সঙ্গেও ব্যবহার করা হয়।

Just = একটু সময় আগে:
‘Are you hungry?’ ‘No, I’ve just had lunch.’
Hello. Have you just arrived?
Already = প্রত্যাশিত সময়ের পূর্বে:
‘Don’t forget to pay the bill.’ ‘I’ve a[  ] lready paid it.’
‘What time is Mark leaving?’ ‘He’s already left .’
Yet = এখনও. কোনো কিছু ঘটার আশা করছি এমন বোঝাতে আমরা yet ব্যবহার করে থাকি। সাধারণত Negative ও Question এই yet ব্যবহৃত হয়ে থাকে।
Has it stopped raining yet?
I’ve written the email, but I hav[  ] en’t sent it yet.

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Pai Gow Poker is played against the home as an alternative of the opposite players. The dealer offers out 7 playing cards to every player and himself in rotation. Everyone then appears at their playing cards 1xbet and tries to make the most effective 5-card and 2-card poker palms.

    উত্তরমুছুন