Skip to main content

Posts

Showing posts from June, 2020

ইংরেজিতে আমন্ত্রন পত্র কিভাবে লিখতে হয় ?

আমন্ত্রণ পত্র । কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য লেখা হয় । আবার বেড়াতে আসার জন্যেও লেখা যেতে পারে । পত্র প্রাপকের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন প্রয়োজন । আনন্দ , শুভেচ্ছা থাকা বাঞ্ছনীয় । আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দিন - ক্ষণের উল্লেখ । আমন্ত্রণ পত্রের শুরু করতে হয় স্থান , তারিখ ও সময়ের বিবরণ দিয়ে । যেমনঃ 1. It is with great pleasure that I inform you that (I am/ my son is getting engaged on 30 th  June 2020  at name of the place   at time. 2. This is to bring to your kind notice that ................... 3. Most respectfully I inform you that................... 4. I am pleased to inform you that.................... এরপর ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ করা যেতে পারে । যেমনঃ 5. I request you to kindly come with your family to grace the occasion. 6. I would be delighted if you could spare some time from your busy schedule to attend the above mentioned function/celebration. 7. It would be a great pleasure to have you among the guests. 8. Please do come with your family at the app...

Introduction to Literary Devices

এই পোস্টে আমরা কিছু Literary Device জানার চেষ্টা করবো । এর প্রত্যেকটি Lost Spring এ ব্যবহৃত হয়েছে । প্রথমেই জেনে নেয়া ভাল Literary Device কী ? Literary Device হচ্ছে সাহিত্য সৃষ্টির বিশেষ কিছু কৌশল । এর ব্যবহারে লেখার রসগুণ ও পাঠযোগ্যতা বেড়ে যায় । চল উদাহরণ সমেত বোঝার চেষ্টা করি । Irony হচ্ছে সেইসব অভিব্যাক্তি যাতে আসলে যা বলা হয় অর্থ হয় তার বিপরীত । যেমন আলোচ্য গল্পে সাহেব - এ - আলম অর্থাৎ মহাবিশ্বের প্রভু বলতে যা বোঝায় সাহেব তার বিপরীত । Metaphor Metaphor এ এমন দুটি জিনিসকে মিশিয়ে দেওয়া হয় যা বাস্তবে অসম্ভব । যেমন ‘ Drowned in an air of desolation.’ । সাহিত্য ছাড়াও রোজকার জীবনে আমরা মেটাফর ব্যবহার করে থাকি । ধরো তোমার কোন বন্ধু যে সারা রাত জেগে থাকে , তাকে তুমি বললে রাতের পেঁচা । বা ধরো , পরীক্ষাটা খুব সোজা ছিল , তুমি বাড়িতে এসে মাকে বললে , প্রশ্ন গুলো সব জল ছিল । বাস্তবে কখনো প্রশ্ন জল হওয়া সম্ভব নয় । Antithesis দুটো ব্যক্তি , বস্তু , স্থান অথবা যেকোনো কিছু যেগুলো একে অপরের সম্পূর্ণ বিপরীত । Lost Spring গল্পে যেরকমটা আমরা দেখতে পাই দিল্লি ও সিমাপুরির মধ্যে । একে অপরের সম্পূর্ণ ...

Lost Spring; Answering questions

1.  What is Saheb looking for in the garbage dumps? Where is he and where has he come from? Ans.  Saheb is looking for gold in the garbage dumps. Gold is not in literal sense. As rag picking is only means of survival for him and others like him so the garbage is gold for them. He is in the neighbourhood of the author. He has come from Dhaka, Bangladesh. Their home was set amidst the green fields of Dhaka. But storms has swept away their fields and homes, so they left their home and country and came here for the sake of survival. 2.  Is Saheb happy working at the tea stall? Explain. Ans.  No, Saheb is not happy working at the tea stall. Though now he gets all his meals and 800 rupees but here he lacks the freedom he had had when he was a rag picker. The carefree look has lost from his face. The steel canister is heavier than the bag he used to carry on his shoulder during rag picking. The bag was his own but the canister belongs to the owner of the tea stall. 3. ...

হারানো বসন্ত | Long Spring এর বাংলা অনুবাদ

" তুমি এসব কেন করো ?” সাহেবকে জিজ্ঞেস করলাম । ওর সঙ্গে আমার প্রতিদিন সকালে দেখা হয় , পাড়ার আবর্জনার স্তুপে সোনা খোঁজে নিয়ে যায় । সাহেবরা বাড়ি ছেড়ে এসেছে অনেকদিন । ওদের বাড়ি ছিল ঢাকায় , সবুজ মাঠের মধ্যিখানে - এসব এখন আর স্মৃতিতেও নেই । ওর মা ওকে বলেন , ঝরের কারণে বাড়ি , ঘর , ফসল সব কিছু ভেসে যাওয়ায় বড় শহরে এসেছেন স্বর্ণের সন্ধানে । " আমার আর করার মত কিছু নেই ", অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে সাহেব । চট করে আমি বলে ফেলি , “ স্কুলে যাও " । পরক্ষনেই বুঝতে পারি উপদেশটা আদপে কতটা ফাঁপা । " আমাদের পাড়ায় কোন স্কুল নেই । যখন তৈরি হবে তখন যাব । " বলে সাহেব । " আমি যদি একটা তৈরি করি তাহলে যাবে ?” প্রায় মজা করেই বলি আমি । মিছে প্রতিশ্রুতি করায় অপ্রস্তুত হয়ে বললাম , " অবশ্য স্কুল নির্মাণ করতে অনেক সময় লাগে " । অবশ্য আমার এই প্রতিশ্রুতির মত হাজারো প্রতিশ্রুতি ওর অন্ধকার জগতের আনাচে কানাচে পড়ে থাকে । পরিচয়ের বেশ কয়েক মাস পড়ে ওর নাম জিজ্ঞেস করলাম । জানাল , সাহেব - এ - আলম । সে জানেনা এই নামের কি অর্থ । যদি জানত এর মানে - মহাবিশ্বের প্রভু - তাহলে এটা মেনে নি...

Contact

Address: 30 Fishery Para, Ujan Dudhpur, Kumarghat, Unakoti, Tripura 799288. Email: abhijit@littlemag.org Phone: 8974392595