Introduction to Literary Devices


এই পোস্টে আমরা কিছু Literary Device জানার চেষ্টা করবো । এর প্রত্যেকটি Lost Spring এ ব্যবহৃত হয়েছে । প্রথমেই জেনে নেয়া ভাল Literary Device কী? Literary Device হচ্ছে সাহিত্য সৃষ্টির বিশেষ কিছু কৌশল । এর ব্যবহারে লেখার রসগুণ ও পাঠযোগ্যতা বেড়ে যায় । চল উদাহরণ সমেত বোঝার চেষ্টা করি ।

Irony

হচ্ছে সেইসব অভিব্যাক্তি যাতে আসলে যা বলা হয় অর্থ হয় তার বিপরীত । যেমন আলোচ্য গল্পে সাহেব--আলম অর্থাৎ মহাবিশ্বের প্রভু বলতে যা বোঝায় সাহেব তার বিপরীত ।

Metaphor

Metaphor এ এমন দুটি জিনিসকে মিশিয়ে দেওয়া হয় যা বাস্তবে অসম্ভব । যেমন ‘Drowned in an air of desolation.’ । সাহিত্য ছাড়াও রোজকার জীবনে আমরা মেটাফর ব্যবহার করে থাকি । ধরো তোমার কোন বন্ধু যে সারা রাত জেগে থাকে, তাকে তুমি বললে রাতের পেঁচা । বা ধরো, পরীক্ষাটা খুব সোজা ছিল, তুমি বাড়িতে এসে মাকে বললে, প্রশ্ন গুলো সব জল ছিল । বাস্তবে কখনো প্রশ্ন জল হওয়া সম্ভব নয় ।

Antithesis

দুটো ব্যক্তি, বস্তু, স্থান অথবা যেকোনো কিছু যেগুলো একে অপরের সম্পূর্ণ বিপরীত । Lost Spring গল্পে যেরকমটা আমরা দেখতে পাই দিল্লি ও সিমাপুরির মধ্যে । একে অপরের সম্পূর্ণ বিপরীত ।

Simile

দুটো জিনিসের তুলনা । এতে করে বর্ণনা স্পষ্ট ও সুন্দর ভাবে করা যায় । যেমন ধর, মুক্তোর মত দাঁত, কাজলের মত চোখ - এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত সিমিলির উদাহরণ ।

Pun

Pun হচ্ছে একরকম শব্দের খেলা । একই শব্দের বিভিন্ন অর্থ অর্বা সমোচ্চারিত শব্দের ব্যবহারে তৈরি করা হয় । যেমন, ‘Atheism is a non-prophet organisation’ । উচ্চারণে profit এর কাছাকাছি শব্দ prophet ব্যবহার করে এই pun টি রচনা করা হয়েছে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ