Skip to main content

Posts

Showing posts from 2020

Descriptive Paragraph লেখার জন্য কয়েকটি বিষয়

  নিচের বিষয়গুলোর উপর descriptive paragraph রচনা করো:   a) The book I love the most ( যে বইটি আমার সব থেকে প্রিয় ) একজন শিক্ষিত মানুষ অনেক বই পড়েন । কারো কারো বই পড়তে ভালো লাগে, বেশি পড়েন । কারো লাগেনা, নোট পড়ে পরীক্ষা পাশ দেন । তবুও দুয়েকটা বই সবাইকেই পড়তে হয় । তুমিও পড়েছো নিশ্চয়, কোন বইটি তোমার সব থেকে প্রিয় ? সেই বইটি সম্বন্ধে লেখো । b) My dream career ( আমার স্বপ্নের পেশা ) সামাজিক মানুষের কাছে পেশা বেছে নেবার সুযোগ আছে । একটা বাঘ তা পারেনা, তার একমাত্র পেশা শিকার । তোমাকেও জীবনে কিছু একটা করতেই হবে, কী করতে চাও ? লেখো তোমার স্বপ্নের পেশা নিয়ে । c) A space journey ( মহাকাশ সফর ) এবার তোমাকে কল্পনা করতে হবে । কল্পনা করো তুমি মহাকাশে ঘুরতে গেছো । কত কিছু দেখছো, অথবা দেখছোনা... তোমার কল্পনায় আমি ভাগ বসাতে চাইনা । তোমার সৃজনশীল কল্পনা দিয়ে লিখে ফেল একটা paragraph ।

কীভাবে লিখতে হয় গল্প?

  আজ তবে Narrative Prose অর্থাৎ ঘটনার বর্ণনা । আখেরে বর্ণনাই দিতে হবে , অর্থাৎ Descriptive Prose ছাড়া Narrative Prose এর অস্তিত্ব কল্পনা করা উচিত নয় । Narrative Prose আমরা অনেক পড়েছি , গল্প মানেই Narrative Prose । তাই আমি আর এখানে উদাহরণ টানছিনা , তোমরা নিজের সাহিত্য বইয়ে পড়ে নিও । এখন চল গল্প লেখা শিখি । গল্প অনেক রকম হয় । ছোট গল্প , রূপ কথা , লোক কথা , বড় গল্প , অনুগল্প ইত্যাদি । এগুলোর মধ্যে ফারাক থাকলেও মিলটাই বেশি । গল্পের মূল উপজীব্য হচ্ছে ঘটনা । কিছু ঘটবে , কি ঘটল এবং কিভাবে তা উপস্থাপন করা হল তার উপর নির্ভর করে গল্পটা আসলে কোন শ্রেণীতে পড়ে । সেটা নিয়ে এই মুহূর্তে না ভাবলেও চলবে , কারণ আমাদের উদ্দেশ্য স্রেফ ঘটনার বর্ণনা করা । গল্প কোন শ্রেণীতে পড়ল অথবা গল্পে আদৌ গল্প আছে কিনা এসব বিষয়ে আমরা অন্য কোন পোষ্টে কথা বলব । গল্প যাই হোকনা কেন , যাই ঘটে থাকুকনা কেন তার একটা ছাঁচ থাকেই । গল্পের স্থান , কাল , পাত্র পালটালেও গল্পের মূল ছাঁচ পালটানো যায়না । একে বলে গল্পের Archetype । গল্পের Archetype রয়েছে সাতটি । ১। নির্ধন থেকে ধনী নির্ধন ব্যক্তির ধনি হওয়ার গল্প । মূর্খ ব্যক্তির শি...

গদ্যের শ্রেণী বিভাগ

শিল্প হচ্ছে আত্মার মত । কেউ বলেন আত্মা দেখা যায়না , কিন্তু আছে । কেউ বলেন আত্মাকে দেখাও যায় মাপাও যায় । কেউ বলেন শাস্তি পেয়ে আত্মা দেহে পরাধীন হয়ে বাস করে , কেউ তা মানেননা । আবার বিজ্ঞানমতে আত্মা বলে কিছু নেই , আবার কেউ বলেন  ( পরম ) আত্মাই বিজ্ঞানের মূলে । নানামুনির নানা মত । যেহেতু এর সঠিক সংজ্ঞা নির্ধারণ করা যায়না তাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এখন অব্দি এই অধিকার বজায় আছে যে , প্রত্যেকে নিজের আত্মা - বিশ্বাস নিজে নির্ধারণ করতে পারবে , ইচ্ছে হলে অবিশ্বাসও করতে পারে । শিল্পেরও সঠিক সংজ্ঞা নির্ধারণ করা সম্ভব নয় , সাহিত্যও এর ব্যতিক্রম নয় । কবিতা অনেক রকম । ছন্দবদ্ধ কথাই কবিতা - একথা অসত্য । তবে গদ্য ও পদ্যের পার্থক্য আমরা বুঝি , পদ্যে ছন্দ থাকা আবশ্যক । গদ্যে এমন কোন নিয়ম নেই । কেউ বলেন গদ্য হচ্ছে হাঁটা আর কবিতা হচ্ছে নাচা । হাঁটা মানেই কোথাও পৌঁছান , নাচার কোন উদ্দ্যেশ্য নেই , মনের আনন্দে লোকে নাচে । গদ্যের নির্দিষ্ট কিছু বলার দায় থাকে , কবিতার সে দায় নেই । কবিতা শিল্প , মনে নাড়া দিলেই সে সফল । তাহলে কি গদ্য সাহিত্য নয় ? গদ্যও সাহিত্য , তবে সব গদ্য সাহিত্য নয় । অর্থ প্রকাশ করে এমন কিছ...

লেখালেখির হাতেখড়ি

দুটো শব্দবন্ধ বাংলা ভাষায় পরিচিত , পড়াশোনা ও পড়ালেখা । দুটো কি একই জিনিস বোঝায় ? অনেকে এক ভেবেই ব্যবহার করেন , আমি তা মানিনা । পড়াশোনা আর পড়ালেখার মধ্যে ফারাক বিস্তর । ত্রিপুরার অধিকাংশ স্কুলেই পড়াশোনা শেখানো হয় , পড়ালেখা হয়না । তোমরা এতে মনক্ষুণ্ণ হতেই পারো , বলবে - স্যার , আমি তো লিখতে পারি , এই দেখুন কি সুন্দর হাতের লেখা আমার ! হ্যাঁ , লেখা তোমার হাতের সুন্দর হতেই  পারে কিন্তু লিখতে পারো কি  ? মুখস্ত না করে ? আমার অভিজ্ঞতা থেকে জানি , এ রাজ্যের অধিকাংশ শিক্ষার্থীরাই নির্মিতি মুখস্থ করে লেখে - কি কাণ্ড ! অথচ এতে কারও কোনো মাথা ব্যথা নেই । তাহলে Writing বলে আলাদা বিভাগের কি প্রয়োজন ছিল ? সৌন্দর্য বৃদ্ধি  ? অনেকের তাই ধারনা । যাহোক , লেখা আমাদের শিখতেই হবে । শিখতে হবে বলেই এই পোষ্ট সিরিজের অবতারনা । গোঁড়ায় গলদ থাকলে কোন কাজই ভাল হয়না । আমি জানিনা কার গোঁড়ায় গলদ আছে আর কার নেই । তাই শুরু থেকেই শুরু করা যাবে । ইংরেজি ও বাংলা দুই ভাষায় লেখার জন্যেই এই ব্লগ সিরিজ কাজে আসবে । কোথাও কোন সমস্যা থাকলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারো । এখানে ক্লিক করলেই আমার WhatsApp চলে আসবে ...

ইংরেজি অনার্স সম্বন্ধে পাঁচটি তথ্য যা না জেনে কখনোই এই কোর্সে ভর্তি হওয়া উচিত নয়

তো কি খবর ? কেমন আছো সকলে ? অবশেষে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা হল । এবারে কলেজ । রোমাঞ্চকর ব্যাপার । অজস্র বিষয়, কোনটাতে অনার্স নিই কোনটাতে না ! সত্যি ভারী ভাবনার বিষয় । এই সময়টাতে বোঝে ওঠা দায় হয়, নিজের পছন্দ অপছন্দও যেন অচেনা মনে হয় । এর জন্যে আমি বলব, এই মুহূর্তে যে বিষয় তুমি সব থেকে বেশি জানো সেই বিষয় নিয়েই পড়াশোনা চালিয়ে যাও । পরে নিজের ইচ্ছা ও ক্ষমতা স্পষ্ট হলে সেই পথে হেঁটো । কারণ, যেকোনো বিষয়েই পাণ্ডিত্য অর্জন করতে পারলে ভাল উপার্জন সম্ভব । প্রয়োজন বোধ, জ্ঞান ও দক্ষতা অর্জন । বেশ এই পোষ্টের উদ্দেশ্য অবশ্যই ওসব জ্ঞান মুখর কথা বলা নয় । বরং, যারা কলেজে ইংরেজি অনার্স পড়ার কথা ভাবছো তাদের জন্য । অধিকাংশ ইংরেজি অনার্সের ছাত্রই ইংরেজি অনার্স কি জিনিস তা না জেনেই ইংরেজি অনার্স নিয়ে ফেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে । পরে শুরু হয় সমস্যা, যা কিনা ভালই লাগেনা পড়তে হয় তা-ই । যেন তোমার সাথে তা না হয় সেজন্যেই এই পোষ্ট । ইংরেজি অনার্স বিষয়ে পাঁচটি সত্য বলব, তাহলে চল শুরু করি... ১) ইংরেজি ভাষায় রচিত সাহিত্যে অনার্স, ইংরেজি ভাষায় নয় এই একটা ভুল শিক্ষার্থীরা করে, তাদের ধারনা থাকে যে...

Understanding “A Thing of Beauty”

ভেবে ছিলাম পড়া যখন হয়নি একটা ভিডিও করে পাঠাব তোমাদের । সেটাও হলনা । ঠিক করে কথা বলতে পারছিনা । আসলে জন কিটস ব্যাপারটাই সেরকম । ওখানে মাস্টারি চলেনা । কোনো কবিতাই আসলে পড়ানো যায়না , শুধু পড়ে নিতে হয় । কারণ কনসাস মনের সীমা পেরুলে শুরু হয় কবিতার জগৎ , সেই জগতে আর যাই হোক কেউ শিক্ষক নয় কেউ শিক্ষার্থী নয় , সকলে উদ্ভ্রান্ত । পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলো ওসব বোঝেনা , আসলে খুব নিচু মেধার মানুষগুলোই ইউনিভারসিটিতে কাজ করে , রামবাবু শ্যামবাবুদের হুকুমে ওরা শুরু করল কবিতার বস্ত্রহরন । কনসাস মনের চাপে পড়ে তৈরি হল অজস্র তত্ত্ব , শুরু হল কবিতার মানে । যারা নিজের মানে জানেনা তারা কবিতার মানে বের করতে শুরু করল । যেখানে মানুষের চামড়া পোড়ালেই ভয় করে সেখানে অধ্যয়নের নাম করে চলল কবিতার পোষ্ট মরটেম । এখন ওটাই প্রথা । ফলে কবিতা পড়ানোর নাম করে প্রায় রোজই একেকটা কবিতার প্রাণ নিচ্ছি । কিন্তু কবিতা কিটস এর মত কবির হলে হত্যা এত সহজ হয়না , চামড়া ছিঁড়তে চায়না কিছুতেই । তবু ছিঁড়ে , কত পাঠারইতো গলা কাটতে চায়না , তবু কসাই কাটে , এক পোঁচে না হলে পাঁচটা দিতে হয় - এই তো ! “A Thing of Beauty” নামে কোন কবিতা কিটস লেখেননি । কপ...

Write a letter to the Editor of an English daily expressing your views on communal disturbances in different parts of India.

Write a letter to the Editor of an English daily expressing your views on communal disturbances in different parts of India. City, State Month Date, Year To The Editor The Tripura Times Agartala, Tripura Sub: Communal disturbances in the country. Sir, I shall be highly obliged to you if you kindly allow me to express my grave concern in one of the columns of your esteemed newspaper over the frequent communal disturbances in different parts of India. India is a vast country consists of different cultures, religions, languages and human races. But despite of all the differences we all belong to the same country. We are Indians - it is the most important identity that establishes 'unity in diversity'. But, communal disturbaces in various parts of the country is becoming a threat to the existence of peace and unity in India. Many people are losing their lives and belongings. Some have been driven out of their homes. The communalists are committing all these abominable crimes in the...

ইংরেজিতে আমন্ত্রন পত্র কিভাবে লিখতে হয় ?

আমন্ত্রণ পত্র । কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য লেখা হয় । আবার বেড়াতে আসার জন্যেও লেখা যেতে পারে । পত্র প্রাপকের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন প্রয়োজন । আনন্দ , শুভেচ্ছা থাকা বাঞ্ছনীয় । আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দিন - ক্ষণের উল্লেখ । আমন্ত্রণ পত্রের শুরু করতে হয় স্থান , তারিখ ও সময়ের বিবরণ দিয়ে । যেমনঃ 1. It is with great pleasure that I inform you that (I am/ my son is getting engaged on 30 th  June 2020  at name of the place   at time. 2. This is to bring to your kind notice that ................... 3. Most respectfully I inform you that................... 4. I am pleased to inform you that.................... এরপর ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ করা যেতে পারে । যেমনঃ 5. I request you to kindly come with your family to grace the occasion. 6. I would be delighted if you could spare some time from your busy schedule to attend the above mentioned function/celebration. 7. It would be a great pleasure to have you among the guests. 8. Please do come with your family at the app...

Introduction to Literary Devices

এই পোস্টে আমরা কিছু Literary Device জানার চেষ্টা করবো । এর প্রত্যেকটি Lost Spring এ ব্যবহৃত হয়েছে । প্রথমেই জেনে নেয়া ভাল Literary Device কী ? Literary Device হচ্ছে সাহিত্য সৃষ্টির বিশেষ কিছু কৌশল । এর ব্যবহারে লেখার রসগুণ ও পাঠযোগ্যতা বেড়ে যায় । চল উদাহরণ সমেত বোঝার চেষ্টা করি । Irony হচ্ছে সেইসব অভিব্যাক্তি যাতে আসলে যা বলা হয় অর্থ হয় তার বিপরীত । যেমন আলোচ্য গল্পে সাহেব - এ - আলম অর্থাৎ মহাবিশ্বের প্রভু বলতে যা বোঝায় সাহেব তার বিপরীত । Metaphor Metaphor এ এমন দুটি জিনিসকে মিশিয়ে দেওয়া হয় যা বাস্তবে অসম্ভব । যেমন ‘ Drowned in an air of desolation.’ । সাহিত্য ছাড়াও রোজকার জীবনে আমরা মেটাফর ব্যবহার করে থাকি । ধরো তোমার কোন বন্ধু যে সারা রাত জেগে থাকে , তাকে তুমি বললে রাতের পেঁচা । বা ধরো , পরীক্ষাটা খুব সোজা ছিল , তুমি বাড়িতে এসে মাকে বললে , প্রশ্ন গুলো সব জল ছিল । বাস্তবে কখনো প্রশ্ন জল হওয়া সম্ভব নয় । Antithesis দুটো ব্যক্তি , বস্তু , স্থান অথবা যেকোনো কিছু যেগুলো একে অপরের সম্পূর্ণ বিপরীত । Lost Spring গল্পে যেরকমটা আমরা দেখতে পাই দিল্লি ও সিমাপুরির মধ্যে । একে অপরের সম্পূর্ণ ...

Contact

Address: 30 Fishery Para, Ujan Dudhpur, Kumarghat, Unakoti, Tripura 799288. Email: abhijit@littlemag.org Phone: 8974392595