Descriptive Paragraph লেখার জন্য কয়েকটি বিষয়

 নিচের বিষয়গুলোর উপর descriptive paragraph রচনা করো:


 

a) The book I love the most ( যে বইটি আমার সব থেকে প্রিয় )

একজন শিক্ষিত মানুষ অনেক বই পড়েন । কারো কারো বই পড়তে ভালো লাগে, বেশি পড়েন । কারো লাগেনা, নোট পড়ে পরীক্ষা পাশ দেন । তবুও দুয়েকটা বই সবাইকেই পড়তে হয় । তুমিও পড়েছো নিশ্চয়, কোন বইটি তোমার সব থেকে প্রিয় ? সেই বইটি সম্বন্ধে লেখো ।

b) My dream career ( আমার স্বপ্নের পেশা )

সামাজিক মানুষের কাছে পেশা বেছে নেবার সুযোগ আছে । একটা বাঘ তা পারেনা, তার একমাত্র পেশা শিকার । তোমাকেও জীবনে কিছু একটা করতেই হবে, কী করতে চাও ? লেখো তোমার স্বপ্নের পেশা নিয়ে ।

c) A space journey ( মহাকাশ সফর )

এবার তোমাকে কল্পনা করতে হবে । কল্পনা করো তুমি মহাকাশে ঘুরতে গেছো । কত কিছু দেখছো, অথবা দেখছোনা... তোমার কল্পনায় আমি ভাগ বসাতে চাইনা । তোমার সৃজনশীল কল্পনা দিয়ে লিখে ফেল একটা paragraph ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ