১. মাইকেল মধুসূদন দত্তের 'ব্রজাঙ্গনা' কাব্য কোন বিখ্যাত কবির কাব্য দ্বারা অনুপ্রাণিত?
২. বঙ্কিমচন্দ্রের 'কমলাকান্তের দপ্তর'-এ কমলাকান্ত চরিত্রটি কোন পাশ্চাত্য সাহিত্যিকের দ্বারা প্রভাবিত?
৩. রবীন্দ্রনাথের 'চতুরঙ্গ' উপন্যাসের প্রধান চরিত্র শচীশ কোন দর্শনের দ্বারা বিশেষভাবে আলোড়িত হয়েছিল?
৪. 'চরিত্রহীন' উপন্যাসের জন্য শরৎচন্দ্রকে কোন সাহিত্যিক গোষ্ঠীর তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল?
৫. বিভূতিভূষণের 'আরণ্যক' উপন্যাসের কথক সত্যচরণের চাকরীর প্রেক্ষাপট কোন অঞ্চল?
৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে কাহার সম্প্রদায়ের জীবনগাথা চিত্রিত হয়েছে?
৭. কাজী নজরুল ইসলামের 'বাঁধন হারা' কোন আঙ্গিকে লেখা?
৮. জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস কোনটি?
৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'দিবারাত্রির কাব্য' উপন্যাসের নায়িকা হেরম্বের মধ্যে কোন মনস্তাত্ত্বিক জটিলতা প্রকাশ পায়?
১০. 'হে মহাজীবন' কবিতাটি সুকান্ত ভট্টাচার্য কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন?
১১. স্বামী বিবেকানন্দের 'পরিব্রাজক' গ্রন্থটি কোন ধরনের রচনা?
১২. বঙ্কিমচন্দ্রের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের রোহিনী চরিত্রটির悲剧 (tragedy)-র মূল কারণ কী?
১৩. রবীন্দ্রনাথের কোন উপন্যাসে প্রথমবার কথ্য ভাষার ব্যাপক প্রয়োগ দেখা যায়?
১৪. তারাশঙ্করের 'নাগিনী কন্যার কাহিনী' কোন লোকসংস্কৃতির উপর ভিত্তি করে রচিত?
১৫. 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগ্রন্থ প্রকাশের পর জীবনানন্দ দাশ সম্পর্কে কোন সাহিত্যিক বলেছিলেন "His poetry is nearest to the process of his thinking"?
১৬. মাইকেল মধুসূদন দত্তের কোন নাটকে প্রথম আধুনিক értelemben vett ট্র্যাজেডির লক্ষণ দেখা যায়?
১৭. 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের কোন চরিত্রটি ময়না দ্বীপের স্বপ্ন দেখায়?
১৮. শরৎচন্দ্রের 'গৃহদাহ' উপন্যাসের অচলা চরিত্রটি কোন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জর্জরিত?
১৯. 'কল্লোল' যুগের কোন লেখকের সঙ্গে মানিক বন্দ্যোপাধ্যায়ের গভীর বন্ধুত্ব ছিল?
২০. 'রক্তকরবী' নাটকে নন্দিনী কিসের প্রতীক?
২১. বিভূতিভূষণের কোন উপন্যাসে এক স্কুল শিক্ষকের দৃষ্টিতে গ্রামীণ জীবন ও প্রকৃতি চিত্রিত হয়েছে?
২২. কাজী নজরুল ইসলাম কোন সিনেমায় নারদের ভূমিকায় অভিনয় করেন?
২৩. বঙ্কিমচন্দ্রের 'রজনী' উপন্যাসের নাম চরিত্রটি কোন বিশেষ শারীরিক প্রতিবন্ধকতার শিকার?
২৪. জীবনানন্দের 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের মূল সুর কী?
২৫. 'গণদেবতা' উপন্যাসের ধারাবাহিকতায় তারাশঙ্কর কোন উপন্যাসটি রচনা করেন?
২৬. রবীন্দ্রনাথের কোন নাটকে যন্ত্রসভ্যতা ও মানবিকতার সংঘাত দেখানো হয়েছে?
২৭. শরৎচন্দ্রের 'বিপ্রদাস' উপন্যাসের প্রধান চরিত্র বিপ্রদাস কোন আদর্শে বিশ্বাসী?
২৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটি দেশভাগের যন্ত্রণাকে কেন্দ্র করে লেখা?
২৯. সুকান্ত ভট্টাচার্যের 'পূর্বাভাস' কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু কী?
৩০. বিবেকানন্দের 'ভাববার কথা' প্রবন্ধে প্রধানত কোন বিষয়ের সমালোচনা করা হয়েছে?
৩১. মাইকেল মধুসূদন দত্তের কোন রচনাটি অসমাপ্ত?
৩২. বঙ্কিমচন্দ্রের 'ইন্দিরা' উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
৩৩. রবীন্দ্রনাথের 'মালঞ্চ' উপন্যাসের মূল সংঘাত কী?
৩৪. শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র সাবিত্রী?
৩৫. বিভূতিভূষণের 'দেবযান' উপন্যাসটি কোন ধারণার উপর ভিত্তি করে লেখা?
৩৬. তারাশঙ্করের 'আরোগ্য নিকেতন' উপন্যাসের জীবনমশায় কোন দুটি ব্যবস্থার প্রতীক?
৩৭. নজরুলের 'বিষের বাঁশি' কাব্যগ্রন্থে কোন সুর প্রধান?
৩৮. জীবনানন্দের কোন কবিতায় পরাবাস্তবवादी (surrealistic) চিত্রকল্পের ব্যবহার অত্যন্ত প্রকট?
৩৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'চতুষ্কোণ' উপন্যাসের প্রধান চারটি চরিত্র কোন পেশার সঙ্গে যুক্ত?
৪০. "অবাক পৃথিবী! অবাক করলে তুমি!" - সুকান্তের এই বিখ্যাত লাইনটি কোন কবিতার অংশ?
৪১. 'An Essay on the Sublime and the Beautiful' কার লেখা দ্বারা স্বামী বিবেকানন্দ প্রভাবিত হয়েছিলেন?
৪২. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে প্রতাপ ও শৈবলিনীর ট্র্যাজিক প্রেম কাহিনী বর্ণিত?
৪৩. রবীন্দ্রনাথের 'তাসের দেশ' কোন ধরনের রচনা?
৪৪. তারাশঙ্করের 'সপ্তপদী' উপন্যাসের কৃষ্ণেন্দু কোন ধর্ম গ্রহণ করেন?
৪৫. 'The Skeleton' নামে জীবনানন্দ দাশের কোন গল্পটি ইংরেজিতে অনূদিত হয়েছিল?
৪৬. মাইকেল মধুসূদনের 'একেই কি বলে সভ্যতা?' কোন ধরনের রচনা?
৪৭. 'পুতুলনাচের ইতিকথা'-র শশী ডাক্তার চরিত্রটি কোন দর্শনের দ্বারা প্রভাবিত?
৪৮. বিভূতিভূষণের 'অশনি সংকেত' কোন সময়ের পটভূমিকায় রচিত?
৪৯. নজরুলের 'রুদ্র-মঙ্গল' কোন ধরনের প্রবন্ধ সংকলন?
৫০. শরৎচন্দ্রের 'শেষ প্রশ্ন' উপন্যাসের কমল চরিত্রটি কিসের প্রতীক?
0 Comments