আমরা present simple ব্যবহার করি -
• ভাবনা ও অনুভূতি প্রকাশ করতে। যেমন, I think so, I like it.
• এমন সব অবস্থা যেগুলো পাল্টায় না, এমন সব তথ্য যেগুলো একটা দীর্ঘ সময় ধরে সত্য হিসেবে পরিগণিত হয় ইত্যাদী প্রকাশ করতেও এই কাল ব্যবহৃত হয়। যেমন, We live quite near.
• যেসকল ক্রিয়া বারবার ঘটে থাকে সেইসব ক্রিয়ার সেক্ষেত্রেও এই Tense ব্যবহার করা হয়। যেমন, We come here every week.
এবং
• I promise, I agree, ইত্যাদী Phrase-ও present simple এই হয়।
• Why দিয়ে শুরু হওয়া পরামর্শবাচক negative বাক্যগুলোও present indefinite-এ হবে। যেমন, Why don't we go out?
Positive Form/ ইতিবাচক রূপ
I/you/we/they get
He/she/ze/It gets
Present Simple-এ Verb-এর সঙ্গে আর কিছু জুড়তে হয় না, অর্থাৎ verb টির present form টিই শুধু ব্যবহৃত হবে। যেমন,
I get the lunch ready at one o'clock, usually.
We always do our shopping at Greenway.
Most children like ice-cream.
You know the answer.
কিন্তু third person singular এর পর verb এর সঙ্গে s বা es যুক্ত হবে। যেমন,
It gets busy at weekends.
My husband thinks so, too.
Sarah catches the early train.
She faces messages all over the world.
Negative and Questions/ নেতিবাচক ও প্রশ্নবোধার্থক রূপ
Negative
I/you/we/they do not get.
He/she/it does not get.
Question
Do I/we/you/they get?
Does he/she/it get?
Negative ও Question এ do এর কোনো একটি রূপ ব্যবহৃত হয়। third person singular বাদে সমস্ত subject এর ক্ষেত্রেই do ব্যবহৃত হয়, third person singular এর ক্ষেত্রে শুধু does অথবা doesn't ব্যবহৃত হয়।
We don't live far away.
He doesn't want to go shopping.
Do you live here? ~ Yes, I do.
What does he want? ~ Money.
মনে রাখতে হবে negative ও question এ third person singular এর ক্ষেত্রে মূল verb এর সাথে s বা es যুক্ত হয় না।
Based on John Eastwood
0 মন্তব্যসমূহ