Use/ব্যবহার
অতীতে কিছু সম্পন্ন হয়েছে এমন বোঝাতে Past Simple ব্যবহৃত হয়। যেমন-
Sita passed her exam last year.
We went to the theatre on Friday.
I know what the problem was.
Positive Forms/ইতিবাচক বাক্যের রূপ
Regular past form গুলো সাধারণত edতে শেষ হয়। যেমন-
It happened very quickly.
The van crashed into the car.
I posted the letter yesterday.
We once owned a caravan.
কিছু কিছু verb এর আবার irregular past form রয়েছে, যেগুলো মনে রাখতে হবে। যেমন-
The car came out of a side road.
Vicky rang earlier.
I won the game.
I had a breakfast at six.
Be verb ছাড়া সমস্ত person ও number এর past form অভিন্ন। Be verb এর ক্ষেত্রে-
I/he/she/it was হবে। এবং
You/they/we এর সঙ্গে were হবে।
Negative & Question
নেতিবাচক ও প্রশ্নবোধক বাক্যে did ব্যবহার করা হয়। যেমন -
Negative
I/you/he/she/it/they/we did not stop.
Question
Did I/you/he/she/it/they/we stop?
Negative ও Question এর ক্ষেত্রে verb এর past form ব্যবহৃত হয়না। যেমন -
The car did not stopped.Did you rang? হবেনা।
Negative ও Question এও was এবং were ব্যবহৃত হবে। যেমন -
I wasn't very well last week.
The gates weren't open.
Based on John Eastwood
0 মন্তব্যসমূহ