Present continuous or simple?



আমরা জানি যে, কোনো ক্রিয়া চলাকালীন, অর্থাৎ শুরুর পর কিন্তু শেষ হওয়ার আগে সেই ক্রিয়াটি সম্বন্ধে কিছু বললে সেটি present continuous হয়। যেমন, It's raining at the moment.
I'm watching this programme.
অপর পক্ষে কোনো ক্রিয়া বারবার ঘটে এমন বোঝাতে present simple হয়। যেমন, It always rains at the weekend.
I watch television most weekends. ইত্যাদী। কিন্তু দুটো tenseকে সুষ্ঠু ভাবে ব্যবহার করতে হলে এর বাইরেও কিছু নিয়ম আমাদের জানতেই হবে।  তাহলে চলো জেনে নিই -

A. Thoughts, feelings and states

i) আমরা ভাবনা(thoughts) ও অনুভূতি(feeling) প্রকাশ করতে সাধারণত present simple ব্যবহার করে থাকি। যেমন,
I think it's a good programme.
She likes her job.

ii) চিরকালীন তথ্য বা অবস্থা প্রকাশ করতেও এই কাল ব্যবহৃত হয়। যেমন, 
Reporting means a lot to her.
Paper burns easily.

iii) I promise, I agree, I refuse ইত্যাদী ক্ষেত্রেও আমরা present simple ই ব্যবহার করি। যেমন,
I promise I'll write to you.
It's all right. I forgive you.

B. Temporary or permanent?

i) যেসকল অবস্থা বা নিত্যকর্মকে আমরা ক্ষনস্থায়ী বলে মনে করি সেগুলোকে সর্বদা present continous এ প্রকাশ করি। যেমন,
I'm working at a sports shop for six weeks.(অর্থাৎ বক্তা এখানে চিরকালের জন্য করবেননা বা করতে চাননা।)
At the moment they're living in a very small flat. (এর অর্থ হল বর্তমানে ওরা খুব ছোট্ট ফ্ল্যাটে থাকলেও আগামী দিনে অন্যত্র যাবার পরিকল্পনা করছেন বা ইচ্ছা পোষণ করেন।)

ii) অপর পক্ষে যেসকল অবস্থা বা নিত্যকর্মকে আমরা চিরকালীন মনে করি সেগুলো প্রকাশ করি present simple এ। যেমন,
I work at a sports shop. It's a permanent job.
They live in a very nice flat.

C. Always

i) আমরা  'ঘন ঘন' বোঝাতে present Continous এ always ব্যবহার করি। যেমন,
Tom is always inviting friends here. ( অর্থাৎ Tom তার বন্ধুদের প্রায়ই নিমন্ত্রণ করে)

ii) অপর পক্ষে present simple এ ব্যবহার করলে তার অর্থ দাড়ায় প্রতিবার। যেমন,

Tom always invites us to stay at Christmas. (অর্থাৎ Tom প্রত্যেক বড়দিনে আমাদের নিমন্ত্রণ করে।)

Based on John Eastwood

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ