বাংলা সাহিত্যের ইতিহাস : তৃতীয় পর্ব

বাংলা সাহিত্যের ইতিহাস: সঠিক উত্তর বাছাই 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 

বাংলা ভাষার জন্ম, চর্যাপদ, অনুবাদ কাব্য (রামায়ণ ও মহাভারত), মঙ্গলকাব্য (মনসামঙ্গল চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল), চৈতন্য জীবনীকাব্য (বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ও কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্য চরিতামৃত), আরাকান রাজসভার কবি (দৌলত কাজী ও সৈয়দ আলাওল।

এই বিষয়গুলোর উপর প্রশ্নগুলো তৈরি।

নিয়মাবলী:

  • প্রতিটি প্রশ্ন পড়ুন এবং আপনার মতে যেটি সঠিক উত্তর, সেই বিকল্পটিতে ক্লিক করুন।
  • সঠিক উত্তর সবুজ এবং ভুল উত্তর লাল হয়ে যাবে।
  • আপনার স্কোর রিয়েল-টাইমে পেজের নীচে থাকা স্কোরকার্ডে আপডেট হতে থাকবে।



প্রথম পর্ব: সহজ প্রশ্ন (১-৫০)

১. বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে হয়েছে?

২. 'চর্যাপদ' কে আবিষ্কার করেন?

৩. চর্যাপদ কোন ভাষায় লেখা?

৪. বাংলায় রামায়ণের প্রথম অনুবাদক কে?

৫. বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাকে বলা হয়?

৬. 'মঙ্গলকাব্য' কোন দেবদেবীর মাহাত্ম্য প্রচারের জন্য লেখা হত?

৭. 'মনসামঙ্গল' কাব্যের প্রধান চরিত্র কে?

৮. 'চণ্ডীমঙ্গল' কাব্যের রচয়িতা কে?

৯. 'ধর্মমঙ্গল' কাব্যের আদি কবি কে?

১০. 'চৈতন্য ভাগবত' গ্রন্থটির রচয়িতা কে?

১১. শ্রীচৈতন্যের সবচেয়ে প্রামাণ্য ও শ্রেষ্ঠ জীবনীগ্রন্থ কোনটি?

১২. আরাকান রাজসভা কোথায় অবস্থিত ছিল?

১৩. দৌলত কাজী কোন রাজসভার কবি ছিলেন?

১৪. সৈয়দ আলাওলের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?

১৫. চর্যাপদের মোট কতগুলি পদ পাওয়া গেছে?

১৬. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের আবিষ্কারক কে?

১৭. কবীন্দ্র পরমেশ্বর কার আদেশে মহাভারত অনুবাদ করেন?

১৮. 'চণ্ডীমঙ্গল' কাব্যের দুটি খণ্ডের নাম কী?

১৯. 'বেহুলা' ও 'লখিন্দর' কোন মঙ্গলকাব্যের চরিত্র?

২০. 'চৈতন্য ভাগবত' এর পূর্বনাম কী ছিল?

২১. সৈয়দ আলাওল কার পৃষ্ঠপোষকতায় সাহিত্যচর্চা করতেন?

২২. চর্যাপদের পদকর্তারা কী নামে পরিচিত?

২৩. 'শ্রীরাম পাঁচালী' কার লেখা?

২৪. 'ফুল্লরা' কোন মঙ্গলকাব্যের চরিত্র?

২৫. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি কে সম্পন্ন করেন?

২৬. 'The Origin and Development of the Bengali Language' গ্রন্থটির লেখক কে?

২৭. চর্যাপদের টিকাকার কে?

২৮. ছুটি খাঁ কার পুত্র ছিলেন?

২৯. ঘনরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার কবি?

৩০. কৃষ্ণদাস কবিরাজ কোথায় 'শ্রীচৈতন্য চরিতামৃত' রচনা করেন?

৩১. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?

৩২. 'কমলে কামিনী' দর্শন কে করেন?

৩৩. শ্রীচৈতন্যের সন্ন্যাস গ্রহণের পরের জীবনের কাহিনী কোন গ্রন্থে বেশি প্রাধান্য পেয়েছে?

৩৪. চর্যাপদের পুঁথিটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল?

৩৫. 'লাউসেন' কোন মঙ্গলকাব্যের নায়ক?

৩৬. ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম কোন সময়কালে?

৩৭. কৃত্তিবাসী রামায়ণে কোন कांडটি মূল বাল্মীকি রামায়ণে নেই?

৩৮. চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু ও ফুল্লরা কোন নগর প্রতিষ্ঠা করে?

৩৯. বৃন্দাবন দাস কার শিষ্য ছিলেন?

৪০. 'সয়ফুলমুলুক বদিউজ্জামাল' কাব্যটি কার লেখা?

৪১. চর্যাপদের আদি কবি কাকে মনে করা হয়?

৪২. 'পরাগলী মহাভারত' নামে কোনটি পরিচিত?

৪৩. 'ধনপতি' ও 'শ্রীমন্ত' কোন মঙ্গলকাব্যের চরিত্র?

৪৪. নিত্যানন্দকে কার অবতার হিসেবে গণ্য করা হয়?

৪৫. আরাকান রাজসভায় কাদের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যচর্চা হয়েছিল?

৪৬. বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ভূত?

৪৭. চর্যাপদের ধর্মমত কী?

৪৮. কৃত্তিবাস ওঝা কোন সুলতানের সমসাময়িক ছিলেন?

৪৯. 'কবি কঙ্কণ' কার উপাধি?

৫০. দৌলত কাজীর অসমাপ্ত কাব্যটির নাম কী?


দ্বিতীয় পর্ব: কঠিন প্রশ্ন (৫১-১০০)

৫১. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উদ্ভবকাল কোন শতককে নির্দিষ্ট করেছেন?

৫২. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?

৫৩. কৃত্তিবাসী রামায়ণ প্রথম কবে মুদ্রিত হয়?

৫৪. 'পদ্মাবতী' কাব্যে 'পদ্মাবতী' কোন দেশের রাজকন্যা ছিলেন?

৫৫. 'শ্রীচৈতন্য চরিতামৃত' কয়টি লীলায় বিভক্ত?

৫৬. মুকুন্দরাম চক্রবর্তীর 'চণ্ডীমঙ্গল' কাব্যের অপর নাম কী?

৫৭. 'শূন্যপুরাণ' কোন দেবতাকে কেন্দ্র করে রচিত এবং এর রচয়িতা কে?

৫৮. চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন?

৫৯. সঞ্জয় কে ছিলেন এবং তিনি কোন কাব্যের আদি অনুবাদক?

৬০. 'সয়ফুলমুলুক বদিউজ্জামাল' কাব্যের উৎস কোন দেশের কাহিনী?

৬১. 'চৈতন্য ভাগবত' অনুসারে, শ্রীচৈতন্য কোন রোগে অপ্রকট হন?

৬২. 'বারমাস্যা' মঙ্গলকাব্যের কোন খণ্ডের বৈশিষ্ট্য?

৬৩. চর্যাপদের কোন সিদ্ধাচার্য সর্বাধিক পদ রচনা করেছেন?

৬৪. সৈয়দ আলাওলের 'পদ্মাবতী' কোন হিন্দি কবির কাব্যের অনুবাদ?

৬৫. 'শ্রীচৈতন্য চরিতামৃত'-এর কোন লীলায় গৌড়ীয় বৈষ্ণব দর্শন সবচেয়ে বেশি আলোচিত হয়েছে?

৬৬. মনসামঙ্গল কাব্যকে কেন 'জাগরণ' কাব্য বলা হয়?

৬৭. কৃত্তিবাস তাঁর রামায়ণে নিজেকে কোন কবির ভাবশিষ্য বলে উল্লেখ করেছেন?

৬৮. 'হরপার্বতী বিবাহ' ধর্মমঙ্গল কাব্যের কোন অংশের কাহিনী?

৬৯. কোন বাঙালি পণ্ডিত চর্যাপদকে 'Contemplative poems' বলে অভিহিত করেছেন?

৭০. দৌলত কাজী কোন ছন্দে 'সতীময়না ও লোরচন্দ্রানী' রচনা করেন?

৭১. কাশীরাম দাস মহাভারতের কত পর্ব পর্যন্ত অনুবাদ করেছিলেন?

৭২. 'শ্রীচৈতন্য চরিতামৃত'-এ উল্লেখিত 'ষড়গোস্বামী' কারা ছিলেন?

৭৩. চণ্ডীমঙ্গল কাব্যের 'ভামো দত্ত' চরিত্রটি কেন গুরুত্বপূর্ণ?

৭৪. 'নিরঞ্জনের রুষ্মা' কথাটি কোন কাব্যের সঙ্গে যুক্ত?

৭৫. 'প্রাকৃত পৈঙ্গল' গ্রন্থটি কেন বাংলা ভাষার ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ?

৭৬. কোন মঙ্গলকাব্যে 'নরবলি' দেওয়ার চেষ্টার উল্লেখ পাওয়া যায়?

৭৭. বৃন্দাবন দাস তাঁর 'চৈতন্য ভাগবত'-এ নিজেকে কী বলে পরিচয় দিয়েছেন?

৭৮. আলাওলের 'তোহফা' কাব্যটির বিষয়বস্তু কী?

৭৯. চর্যাপদের সন্ধ্যাভাষার রহস্য প্রথম কে convincingly উদ্ঘাটন করেন?

৮০. 'লখিন্দরের বাসরঘর' নির্মাণ করেছিলেন কে?

৮১. 'গোবিন্দদাসের কড়চা' নামক চৈতন্য জীবনীগ্রন্থটির প্রামাণ্যতা নিয়ে বিতর্ক আছে কেন?

৮২. কোন মঙ্গলকাব্যে উড়িষ্যার রাজা এবং বাংলার নবাবের মধ্যে যুদ্ধের বর্ণনা পাওয়া যায়?

৮৩. আলাওলকে কোন জলদস্যুরা আরাকানে নিয়ে গিয়েছিল?

৮৪. চর্যাপদের পদগুলির মূল বিষয়বস্তু কী?

৮৫. কৃত্তিবাসী রামায়ণ কোন রসের প্রাধান্য দিয়েছে?

৮৬. শ্রীকর নন্দী মহাভারতের কোন পর্বের অনুবাদ করেছিলেন?

৮৭. 'শ্রীচৈতন্য চরিতামৃত'-এর লেখক কৃষ্ণদাস কবিরাজ কোন গোস্বামীর প্রত্যক্ষ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন?

৮৮. দৌলত কাজী কার আদেশে 'সতীময়না ও লোরচন্দ্রানী' রচনা শুরু করেন?

৮৯. 'অভিসার' শব্দটি চর্যাপদের কোন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে?

৯০. মঙ্গলকাব্যের গঠনগত পাঁচটি অংশ কী কী?

৯১. মনসামঙ্গল কাব্যে 'নেতা' বা 'নেতানি' চরিত্রটির ভূমিকা কী?

৯২. চৈতন্যদেবের 'অচিন্ত্যভেদাভেদ' তত্ত্বটি কোন জীবনীকাব্যে সবচেয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে?

৯৩. সৈয়দ আলাওল মোট কতজন আরাকানরাজের রাজত্বকালে কাব্যচর্চা করেছেন?

৯৪. 'চাচা কাহিনী' নামক মহাভারতের একটি ব্যঙ্গাত্মক সংস্করণ কে রচনা করেন?

৯৫. ধর্মমঙ্গল কাব্যে ব্যবহৃত 'ঢেকুর' কী?

৯৬. কোন চর্যাপদে তৎকালীন বাঙালি জীবনের চিত্র (যেমন - নৌকায় নদী পারাপার) স্পষ্টভাবে ফুটে উঠেছে?

৯৭. চণ্ডীমঙ্গল কাব্যে 'মুরারী শীল' চরিত্রটি কীসের প্রতীক?

৯৮. বৃন্দাবন দাস কার আদেশে 'চৈতন্য ভাগবত' রচনা করেন?

৯৯. সৈয়দ আলাওলের 'সেকান্দরনামা' কোন কবির রচনার ভাবানুবাদ?

১০০. 'ডাকার্ণব' কী এবং চর্যাপদের সঙ্গে এর সম্পর্ক কী?

আপনার স্কোর: 0 / 100

১০০টির মধ্যে কত স্কোর করলেন, তা নীচের কমেন্ট বক্সে আমাদের জানান! 

Post a Comment

0 Comments