Past Perfect Tense

 রমেন ও রসিক দুই বন্ধু। গত সপ্তাহে রমেন পাড়ার এক বিয়েবাড়িতে গিয়েছিল। রসিকও গিয়েছিল। কিন্তু তাদের দুজনের দেখা হয়নি। রমেন ফিরে গিয়েছিল রাত ৯ টায়, আর রসিক পৌঁছেছিল সাড়ে নটায়। কাজেই,

যখন রসিক বিয়েবাড়িতে পৌঁছাল, রমেন সেখানে ছিলনা। 

সে আগেই বাড়ি ফিরে গিয়েছিল।

এটাকে যদি আমরা ইংরেজিতে বলি,

He had gone home.

এখানে had gone হচ্ছে past perfect(simple):


I/we/they/you/he/she/it সহ সমস্ত subject এর সঙ্গেই had ব্যবহৃত হবে। নিচে কয়েকটা বাক্য লক্ষ করঃ


I had gone.

They had seen.

He had finished.


সংক্ষেপে I had কে I’d, He had কে he’d ইত্যাদি লেখা যায়। had এর পর প্রয়োজন verb এর past participle রূপের। এই খানে ক্লিক করলে verb এর রূপ জানতে পারবে।


এবার চল এই tense এর ব্যবহার গুলো জেনে নিই,

Ramen arrived at the party.(রমেন পার্টিতে পৌছালো) এইবার যদি এই ঘটনার আগের কোন কিছু বলতে চাই, তাহলেই বলতে হবে past perfect tense এ। 

When Ramen arrived at the party, Batul had already gone home.( রমেন যখন পার্টিতে পৌঁছাল, বাঁটুল তার আগেই বাড়ি ফিরে গিয়েছিল।)

 

আরও কয়েকটা উদাহরণ পড়ে নাওঃ

When we got home last night, we found that somebody had broken into the flat.

Rasik did not want to come to the cinema with us because he had already seen the film.

The man sitting next to me on the plane was very nervous. He hadn’t flown before.

এবার চল present perfect এর সঙ্গে past perfect এর পার্থক্যটা জেনে নিই।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ