নির্দেশাবলী: প্রতিটি প্রশ্নের জন্য একটি উত্তর বেছে নিন। একবার উত্তর দিলে আর পরিবর্তন করা যাবে না। প্রতিটি প্রশ্নের পর প্রাসঙ্গিক তথ্য দেখানো হবে।
১. চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন?
প্রাসঙ্গিক তথ্য: হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের মূল পুঁথি আবিষ্কার করেন, কিন্তু প্রবোধচন্দ্র বাগচী তিব্বতী অনুবাদটি আবিষ্কার করেন।
২. কোন কবির 'মনসামঙ্গল' কাব্যে 'চ্যাংমুড়ী কানী' নামটি ব্যবহৃত হয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: বিজয়গুপ্তের 'মনসামঙ্গল' কাব্যে চাঁদ সওদাগর মনসাকে 'চ্যাংমুড়ী কানী' বলে ব্যঙ্গ করেছেন।
৩. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ বা ত্রয়োদশ খণ্ডের নাম রাধাবিরহ।
৪. দৌলত কাজীর 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি কোন কাব্যের অনুবাদ?
প্রাসঙ্গিক তথ্য: দৌলত কাজী সাধন নামক কবির 'মৈনাসত' নামক হিন্দি কাব্যের অনুবাদ করেন।
৫. কোন মঙ্গলকাব্যের নায়ক-নায়িকা স্বর্গ থেকে অভিশপ্ত হয়ে মর্ত্যে জন্মায়?
প্রাসঙ্গিক তথ্য: চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ডের নায়ক কালকেতু ও নায়িকা ফুল্লরা স্বর্গে অভিশপ্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেন।
৬. 'শ্রীচৈতন্যচরিতামৃত' কোন ভাষায় রচিত?
প্রাসঙ্গিক তথ্য: কৃষ্ণদাস কবিরাজের 'শ্রীচৈতন্যচরিতামৃত' মূলত বাংলায় রচিত হলেও এতে বহু সংস্কৃত শ্লোক ব্যবহৃত হয়েছে।
৭. আরাকান রাজসভার কোন কবি পর্তুগীজ জলদস্যুদের দ্বারা অপহৃত হয়েছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওল তাঁর পিতার সঙ্গেเดินทาง করার সময় পর্তুগীজ জলদস্যুদের দ্বারা অপহৃত হয়ে আরাকানে নীত হন।
৮. ধর্মমঙ্গল কাব্যের কোন কবি 'ময়ূরভট্ট' নামে পরিচিত?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি রূপরাম চক্রবর্তী 'ময়ূরভট্ট' নামেও পরিচিত ছিলেন।
৯. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের ২৩ সংখ্যক পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। এর শেষাংশ পাওয়া যায়নি।
১০. কাশীরাম দাসের 'মহাভারত' কোন পর্ব পর্যন্ত রচিত?
প্রাসঙ্গিক তথ্য: কাশীরাম দাস 'মহাভারত'-এর প্রথম চারটি পর্ব (আদি, সভা, বন, বিরাট) এবং উদ্যোগ পর্বের কিছু অংশ রচনা করেন। বাকি অংশ তাঁর ভ্রাতুষ্পুত্র বা অন্যান্যরা সম্পন্ন করেন।
১১. বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' এর পূর্বনাম কি ছিল?
প্রাসঙ্গিক তথ্য: বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' এর পূর্বনাম ছিল 'চৈতন্যমঙ্গল'। লোচন দাসের কাব্যের নামও 'চৈতন্যমঙ্গল' হওয়ায় বৃন্দাবনের বৈষ্ণবদের নির্দেশে এর নাম পরিবর্তন করা হয়।
১২. সৈয়দ আলাওলের 'পদ্মাবতী' কাব্যের নায়িকার নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওলের 'পদ্মাবতী' কাব্যের নায়িকা হলেন সিংহলের রাজকন্যা পদ্মিনী বা পদ্মাবতী।
১৩. চণ্ডীমঙ্গলের কোন কবি 'কবিকঙ্কণ' উপাধি পান?
প্রাসঙ্গিক তথ্য: মুকুন্দরাম চক্রবর্তী তাঁর 'চণ্ডীমঙ্গল' কাব্য রচনার জন্য 'কবিকঙ্কণ' উপাধি লাভ করেন।
১৪. ধর্মমঙ্গল কাব্যের আদি দেবতা কে?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যের প্রধান দেবতা হলেন ধর্মঠাকুর, যিনি মূলত রাঢ় বাংলার একজন লৌকিক দেবতা।
১৫. চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার প্রভাব সবচেয়ে বেশি?
প্রাসঙ্গিক তথ্য: ভাষাতাত্ত্বিকদের মতে, চর্যাপদের ভাষায় পশ্চিমবঙ্গের কথ্য ভাষার প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।
১৬. কোন বাঙালি কবি 'গুণরাজ খান' উপাধি লাভ করেন?
প্রাসঙ্গিক তথ্য: ভাগবতের অনুবাদ 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য রচনার জন্য গৌড়ের সুলতান মালাধর বসুকে 'গুণরাজ খান' উপাধি দেন।
১৭. চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম কি হয়?
প্রাসঙ্গিক তথ্য: সন্ন্যাস গ্রহণের পর কেশব ভারতী চৈতন্যদেবের নাম রাখেন শ্রীকৃষ্ণ চৈতন্য।
১৮. দৌলত কাজী কোন রাজার সভাকবি ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: দৌলত কাজী আরাকানের রাজা থিরি থু ধম্মার (শ্রীসুধর্মা) সভাকবি ছিলেন।
১৯. মনসামঙ্গলের কোন কবির কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যতরীর নাম 'মধুকর'?
প্রাসঙ্গিক তথ্য: কেতকাদাস ক্ষেমানন্দের 'মনসামঙ্গল' কাব্যে চাঁদ সওদাগরের প্রধান বাণিজ্যতরীর নাম 'মধুকর' বলে উল্লেখ আছে।
২০. ধর্মমঙ্গল কাব্যের নায়ক লাউসেনের পিতার নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র লাউসেনের পিতার নাম ছিল কর্ণসেন।
২১. চর্যাপদের পুঁথিটি কোন অক্ষরে লেখা ছিল?
প্রাসঙ্গিক তথ্য: হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি প্রাচীন বাংলা অর্থাৎ কুটিল লিপিতে লেখা ছিল।
২২. কৃত্তিবাসী রামায়ণের কোন কাণ্ডটি মৌলিক রচনা হিসেবে অধিক পরিচিত?
প্রাসঙ্গিক তথ্য: কৃত্তিবাস ওঝা বাল্মীকি রামায়ণের আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করেছিলেন। এর মধ্যে উত্তরকাণ্ডের কাহিনীতে তাঁর মৌলিকত্ব সবচেয়ে বেশি।
২৩. চৈতন্যদেবের গুরুর নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: চৈতন্যদেব গয়ায় তাঁর গুরু ঈশ্বর পুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন।
২৪. সৈয়দ আলাওল কোন কবির অসমাপ্ত কাব্য সমাপ্ত করেন?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওল দৌলত কাজীর মৃত্যুর পর তাঁর অসমাপ্ত কাব্য 'সতীময়না ও লোরচন্দ্রানী' সমাপ্ত করেন।
২৫. চণ্ডীমঙ্গলের কোন চরিত্রটি একজন ধূর্ত ব্যবসায়ী হিসেবে চিত্রিত?
প্রাসঙ্গিক তথ্য: কবিকঙ্কণ মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে মুরারি শীল চরিত্রটি গুজরাট নগরের একজন ধূর্ত ও হিসাবি ব্যবসায়ী হিসেবে চিত্রিত হয়েছে, যিনি কালকেতুর কাছে জিনিসপত্র বিক্রি করেছিলেন।
২৬. ঘনরাম চক্রবর্তীর 'ধর্মমঙ্গল' কাব্যের নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: ঘনরাম চক্রবর্তী তাঁর 'ধর্মমঙ্গল' কাব্যটিকে 'অনাদিমঙ্গল' নামেও অভিহিত করেছেন।
২৭. চর্যাপদের কোন কবি নিজেকে 'বাঙালি' বলে পরিচয় দিয়েছেন?
প্রাসঙ্গিক তথ্য: 'আজি ভুসুকু বঙ্গালী ভইলী' - এই উক্তির মাধ্যমে ভুসুকুপাদ নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন।
২৮. মালাধর বসুর 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্যটি কোন গ্রন্থের অনুবাদ?
প্রাসঙ্গিক তথ্য: মালাধর বসু শ্রীমদ্ভাগবতের দশম ও একাদশ স্কন্ধের কাহিনী অবলম্বনে 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য রচনা করেন।
২৯. চৈতন্যদেবের তিরোধানের সম্ভাব্য স্থান কোনটি?
প্রাসঙ্গিক তথ্য: চৈতন্যদেবের তিরোধানের সঠিক তথ্য পাওয়া না গেলেও, অধিকাংশের মতে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে যান।
৩০. সৈয়দ আলাওলের 'সয়ফুলমুলুক বদিউজ্জামাল' কোন দেশের রাজকুমারের কাহিনী?
প্রাসঙ্গিক তথ্য: 'সয়ফুলমুলুক বদিউজ্জামাল' কাব্যের নায়ক সয়ফুলমুলুক ছিলেন মিশরের রাজকুমার।
৩১. চর্যাপদের সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের মধ্যে কাহ্নপাদের রচিত পদের সংখ্যা সর্বাধিক, মোট ১৩টি।
৩২. কবিকঙ্কণ মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: মুকুন্দরাম চক্রবর্তী তাঁর চণ্ডীমঙ্গল কাব্যটিকে 'অভয়ামঙ্গল' নামেও উল্লেখ করেছেন।
৩৩. চৈতন্যদেবের বাল্যকালের নাম কি ছিল?
প্রাসঙ্গিক তথ্য: চৈতন্যদেবের জন্ম নিম গাছের নিচে হয়েছিল বলে তাঁর মা শচীদেবী তাঁর নাম রেখেছিলেন নিমাই। তাঁর আসল নাম ছিল বিশ্বম্ভর।
৩৪. আরাকানের কোন অমাত্যের অনুরোধে আলাওল 'পদ্মাবতী' রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: আরাকানের প্রধানমন্ত্রী বা 'মহা-আমাত্য' মাগন ঠাকুরের অনুরোধে সৈয়দ আলাওল 'পদ্মাবতী' কাব্য রচনা করেন।
প্রাসঙ্গিক তথ্য: ঘনরাম চক্রবর্তী বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের সভাকবি ছিলেন।
৩৭. চর্যাপদের সন্ধ্যাভাষার অর্থ কি?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের ভাষা দ্ব্যর্থবোধক এবং গূঢ়ার্থবাহী। এর বাইরের অর্থ এক, কিন্তু ভেতরের অর্থ অন্য। তাই একে সন্ধ্যাভাষা বা আলো-আঁধারি ভাষা বলা হয়।
৩৮. বাংলা ভাষায় প্রথম রামায়ণ কে রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় প্রথম রামায়ণ রচনা করেন। তাঁর রামায়ণ 'শ্রীরাম পাঁচালী' নামে পরিচিত।
৩৯. বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' কোন সময়ে রচিত হয়?
প্রাসঙ্গিক তথ্য: বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে (আনুমানিক ১৫৪৮ খ্রিঃ) রচিত হয়েছিল বলে মনে করা হয়।
৪০. সৈয়দ আলাওলের শেষ কাব্য কোনটি?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওলের শেষ এবং অসমাপ্ত কাব্য হল 'সেকান্দরনামা'।
৪১. চণ্ডীমঙ্গলের বণিক খণ্ডের নায়ক কে?
প্রাসঙ্গিক তথ্য: চণ্ডীমঙ্গল কাব্যের দ্বিতীয় অংশ অর্থাৎ বণিক খণ্ডের প্রধান চরিত্র হলেন বণিক ধনপতি এবং তাঁর পুত্র শ্রীমন্ত।
৪২. ধর্মমঙ্গল কাব্যের কোন চরিত্র কামরূপের জাদুবিদ্যা শিখেছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যে লাউসেনের মা রঞ্জাবতী কামরূপ থেকে জাদুবিদ্যা শিখেছিলেন।
৪৩. চর্যাপদের পুঁথিটি কে আবিষ্কার করেন?
প্রাসঙ্গিক তথ্য: মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন।
৪৪. পরাগলী মহাভারতের রচয়িতা কে?
প্রাসঙ্গিক তথ্য: চট্টগ্রামের শাসক পরাগল খানের আদেশে কবীন্দ্র পরমেশ্বর 'পাণ্ডববিজয়' বা 'পরাগলী মহাভারত' রচনা করেন।
৪৫. চৈতন্যদেবের জীবনের শেষ বারো বছর কোথায় কাটে?
প্রাসঙ্গিক তথ্য: চৈতন্যদেব জীবনের শেষ বারো বছর পুরীর গম্ভীর নামক স্থানে অতিবাহিত করেন।
৪৬. দৌলত কাজী কোন ছন্দে কাব্য রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: দৌলত কাজী তাঁর কাব্যে মূলত পয়ার ও ত্রিপদী ছন্দ ব্যবহার করেছেন।
৪৭. মনসামঙ্গলের বেহুলা কার কন্যা ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: মনসামঙ্গল কাব্যের নায়িকা বেহুলা ছিলেন সাঁতোড় বা উজানিনগরের সায়বেনে নামক এক বণিকের কন্যা।
প্রাসঙ্গিক তথ্য: রূপরাম চক্রবর্তী হুগলি জেলার শ্রীরামপুরের কাছে কাইতি-শ্রীরামপুর গ্রামের অধিবাসী ছিলেন।
৪৯. চর্যাপদের কোন কবি চৌর্যবৃত্তি করতেন বলে জানা যায়?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের একজন কবি ঢেণ্ঢণপাদ সম্পর্কে প্রচলিত আছে যে তিনি চৌর্যবৃত্তি করতেন।
৫০. ছুটিখানী মহাভারতের রচয়িতা কে?
প্রাসঙ্গিক তথ্য: পরাগল খানের পুত্র ছুটি খানের আদেশে শ্রীকর নন্দী 'ছুটিখানী মহাভারত' বা 'অশ্বমেধ পর্ব' রচনা করেন।
৫১. চৈতন্যদেবের পার্ষদদের মধ্যে 'পঞ্চতত্ত্ব' কারা?
প্রাসঙ্গিক তথ্য: গৌড়ীয় বৈষ্ণব ধর্মে শ্রীচৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুরকে একত্রে 'পঞ্চতত্ত্ব' বলা হয়।
৫২. সৈয়দ আলাওলের 'তোহফা' কাব্যটি কোন ধরনের রচনা?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওলের 'তোহফা' একটি নীতিকাব্য। এটি ইউসুফ গদা রচিত ফারসি 'তোহফাত-উন-নসائح' গ্রন্থের ভাবানুবাদ।
৫৩. চণ্ডীমঙ্গলের ফুল্লরার বারমাসের দুঃখ বর্ণনার নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার বারো মাসের দুঃখের বর্ণনা 'বারমাস্যা' নামে পরিচিত, যা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
৫৪. ধর্মমঙ্গল কাব্যের কোন চরিত্র সূর্যদেবের পূজা করতেন?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যে পুত্রলাভের জন্য রঞ্জাবতী কঠোর তপস্যা করে সূর্যদেবের পূজা করেছিলেন।
৫৫. চর্যাপদের ধর্মমত কি?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের পদগুলি বৌদ্ধধর্মের বজ্রযান বা সহজযান শাখার সাধকদের দ্বারা রচিত। এতে তাঁদের গুহ্য সাধনতত্ত্বের কথা বলা হয়েছে।
৫৬. কৃত্তিবাসী রামায়ণ প্রথম কোথা থেকে মুদ্রিত হয়?
প্রাসঙ্গিক তথ্য: কৃত্তিবাসী রামায়ণ প্রথম ১৮০২-১৮০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত আকারে প্রকাশিত হয়।
৫৭. কৃষ্ণদাস কবিরাজের 'শ্রীচৈতন্যচরিতামৃত' রচনার স্থান কোনটি?
প্রাসঙ্গিক তথ্য: কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৃদ্ধ বয়সে বৃন্দাবনে বসে 'শ্রীচৈতন্যচরিতামৃত' রচনা করেন।
৫৮. সৈয়দ আলাওলের পৃষ্ঠপোষক মাগন ঠাকুরের উপাধি কি ছিল?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওলের প্রধান পৃষ্ঠপোষক মাগন ঠাকুর আরাকান রাজসভার প্রধানমন্ত্রী বা 'মহা-আমাত্য' ছিলেন।
৫৯. কেতকাদাস ক্ষেমানন্দের 'মনসামঙ্গল' কাব্যের অপর নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: কেতকাদাস ক্ষেমানন্দের 'মনসামঙ্গল' কাব্যটি 'ক্ষেমানন্দী' নামেও পরিচিত।
৬০. ধর্মমঙ্গল কাব্যের 'শূন্যপুরাণ' কে রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ 'শূন্যপুরাণ'-এর রচয়িতা হলেন রামাই পণ্ডিত।
৬১. চর্যাপদের টীকাকারের নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের সংস্কৃত টীকার রচয়িতা হলেন মুনিদত্ত। তাঁর টীকার নাম 'নির্মলগিরা টীকা'।
৬২. বাংলা মহাভারতের প্রথম অনুবাদক কে?
প্রাসঙ্গিক তথ্য: পণ্ডিতদের মতে, কবীন্দ্র পরমেশ্বরের পূর্বেই সম্ভবত সঞ্জয় নামে এক কবি মহাভারতের একটি সংক্ষিপ্ত অনুবাদ করেছিলেন।
৬৩. চৈতন্যদেবের প্রধান জীবনীকার কে?
প্রাসঙ্গিক তথ্য: কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর 'শ্রীচৈতন্যচরিতামৃত' চৈতন্যদেবের সবচেয়ে প্রামাণ্য এবং তত্ত্বনিষ্ঠ জীবনীগ্রন্থ হিসেবে স্বীকৃত।
৬৪. দৌলত কাজীর কাব্যের প্রধান রস কি?
প্রাসঙ্গিক তথ্য: দৌলত কাজীর 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি মূলত শৃঙ্গাররসপ্রধান একটি রোমান্টিক প্রণয়কাব্য।
৬৫. চণ্ডীমঙ্গল কাব্যে ধনপতির দ্বিতীয় স্ত্রীর নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: চণ্ডীমঙ্গল কাব্যে বণিক ধনপতির প্রথম স্ত্রীর নাম লহনা এবং দ্বিতীয় স্ত্রীর নাম খুল্লনা।
৬৬. ধর্মমঙ্গল কাব্যে লাউসেনের স্বর্গারোহণের দৃশ্য কোন পর্বে বর্ণিত?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যের শেষাংশে লাউসেনের স্বর্গারোহণের কাহিনী বর্ণিত হয়েছে।
৬৭. চর্যাপদের কোন কবি কায়া বা দেহকে বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুইপাদ মানবদেহকে পাঁচটি ডালবিশিষ্ট বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন ('কাআ তরুবর পঞ্চ বি ডাল')।
৬৮. কোন সুলতানের পৃষ্ঠপোষকতায় কৃত্তিবাস রামায়ণ রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: কৃত্তিবাস কোনো নির্দিষ্ট সুলতানের পৃষ্ঠপোষকতায় রামায়ণ রচনা করেছিলেন কিনা, তা নিয়ে বিতর্ক আছে। তিনি আত্মবিবরণীতে 'গৌড়েশ্বর'-এর উল্লেখ করেছেন, কিন্তু তাঁর নাম বলেননি।
৬৯. চৈতন্যদেবের কোন পার্ষদ 'যবন হরিদাস' নামে পরিচিত?
প্রাসঙ্গিক তথ্য: হরিদাস ঠাকুর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও চৈতন্যদেবের পরম ভক্ত ছিলেন। তাই তাঁকে 'যবন হরিদাস' বলা হত।
৭০. সৈয়দ আলাওল 'সপ্তপয়কর' কাব্যটি কার অনুরোধে রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: আরাকান রাজসভার অমাত্য সৈয়দ মুসার অনুরোধে সৈয়দ আলাওল নিজামী গঞ্জভীর 'হপ্ত পয়কর' অবলম্বনে 'সপ্তপয়কর' রচনা করেন।
৭১. মনসামঙ্গলের কোন কবি কানা ও খোঁড়া ছিলেন বলে জানা যায়?
প্রাসঙ্গিক তথ্য: মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্ত সম্পর্কে কিংবদন্তী আছে যে তিনি কানা ও খোঁড়া ছিলেন।
৭২. ধর্মমঙ্গল কাব্যে 'জাউলি' কি?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যে 'জাউলি' হল একটি অলৌকিক বস্তু যা লাউসেনকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করত।
৭৩. চর্যাপদের ভাষাকে কে 'সন্ধ্যাভাষা' নামে অভিহিত করেছেন?
প্রাসঙ্গিক তথ্য: চর্যাপদের টীকাকার মুনিদত্ত প্রথম এই ভাষাকে 'সন্ধ্যাভাষা' বলে উল্লেখ করেন।
৭৪. কাশীরাম দাসের প্রকৃত নাম কি ছিল?
প্রাসঙ্গিক তথ্য: অনেক গবেষকের মতে, কাশীরাম দাসের প্রকৃত নাম ছিল কাশীনাথ এবং 'কাশীরাম' ছিল তাঁর কবি-নাম।
৭৫. বৃন্দাবন দাসের 'চৈতন্যভাগবত' রচনার মূল উৎস কোনটি?
প্রাসঙ্গিক তথ্য: বৃন্দাবন দাস মূলত মুরারি গুপ্তের সংস্কৃত ভাষায় রচিত 'শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্' বা 'মুরারি গুপ্তের কড়চা' থেকে তাঁর কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন।
৭৬. সৈয়দ আলাওল কার নির্দেশে 'সেকান্দরনামা' রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: আরাকান রাজসভার অমাত্য মজলিস নবরাজের নির্দেশে সৈয়দ আলাওল তাঁর শেষ কাব্য 'সেকান্দরনামা' রচনা শুরু করেন।
৭৭. চণ্ডীমঙ্গলে শ্রীমন্ত সিংহলে গিয়ে কোন অলৌকিক দৃশ্য দেখেন?
প্রাসঙ্গিক তথ্য: চণ্ডীমঙ্গল কাব্যে শ্রীমন্ত সিংহল যাত্রাপথে সমুদ্রে একটি পদ্মের উপর হস্তী ভক্ষণ ও উদ্গীরণরতা এক রমণীমূর্তি (কমলে কামিনী) দেখেন।
৭৮. ধর্মমঙ্গল কাব্যের কোন কবি তাঁর কাব্যে নিজেকে 'কবিচন্দ্র' বলেছেন?
প্রাসঙ্গিক তথ্য: ঘনরাম চক্রবর্তী তাঁর কাব্যের ভণিতায় নিজেকে 'কবিচন্দ্র' উপাধিতে ভূষিত করেছেন।
৭৯. চর্যাপদের পুঁথির সঙ্গে আর কোন দুটি বই আবিষ্কৃত হয়েছিল?
প্রাসঙ্গিক তথ্য: হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথির সঙ্গে সরহপাদের 'দোহাকোষ' এবং কৃষ্ণাচার্যের 'দোহাকোষ' ও 'ডাকার্ণব' নামক আরও দুটি বই আবিষ্কার করেন।
৮০. শ্রীকৃষ্ণবিজয়ের রচয়িতা মালাধর বসু কোন গ্রামের অধিবাসী ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: মালাধর বসু বর্ধমান জেলার কুলীনগ্রামের অধিবাসী ছিলেন।
প্রাসঙ্গিক তথ্য: ঘনরাম চক্রবর্তী তাঁর কাব্যে রচনাকাল উল্লেখ করেছেন: 'শক লিখে রামগুণ রস সুধাকর' (১৬৩৩ শকাব্দ বা ১৭১১ খ্রিস্টাব্দ)।
৮৫. চর্যাপদের কোন কবি নৌকার রূপকে সাধনতত্ত্ব ব্যাখ্যা করেছেন?
প্রাসঙ্গিক তথ্য: কাহ্নপাদ তাঁর পদে নৌকার মাধ্যমে দেহ এবং ভবसागर পার হওয়ার রূপক ব্যবহার করে সাধনতত্ত্ব ব্যাখ্যা করেছেন।
৮৬. কোন বাঙালি শাসক কৃত্তিবাসকে সংবর্ধনা জানিয়েছিলেন বলে মনে করা হয়?
প্রাসঙ্গিক তথ্য: ঐতিহাসিকদের মতে, বাংলার শাসক রাজা গণেশ বা তাঁর পুত্র যদু (জালালুদ্দিন) কৃত্তিবাসকে তাঁর রামায়ণ রচনার জন্য সংবর্ধনা জানিয়েছিলেন।
৮৭. চৈতন্যদেবের কোন পার্ষদ 'দ্বিতীয় চৈতন্য' নামে পরিচিত?
প্রাসঙ্গিক তথ্য: স্বরূপ দামোদর চৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ এবং তাঁর লীলার সাক্ষী ছিলেন। তাঁকে 'দ্বিতীয় চৈতন্য' বা 'চৈতন্যের দ্বিতীয় স্বরূপ' বলা হয়।
৮৮. সৈয়দ আলাওলের 'পদ্মাবতী' কোন কাব্যের অনুবাদ?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওল মালিক মুহম্মদ জায়সীর হিন্দি কাব্য 'পদুমাবৎ' অবলম্বনে 'পদ্মাবতী' রচনা করেন।
৮৯. চণ্ডীমঙ্গল কাব্যের কোন চরিত্র দেবীর অভিশাপে মর্ত্যে কালকেতু রূপে জন্মায়?
প্রাসঙ্গিক তথ্য: দেবীর অভিশাপে ইন্দ্রের পুত্র নীলাম্বর মর্ত্যে কালকেতু রূপে এবং তাঁর স্ত্রী ছায়া ফুল্লরা রূপে জন্মগ্রহণ করেন।
৯০. ধর্মমঙ্গল কাব্যে রঞ্জাবতীর স্বামীর নাম কি?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যে লাউসেনের মা রঞ্জাবতীর স্বামীর নাম ছিল ময়নাগড়ের রাজা কর্ণসেন।
৯১. চর্যাপদের মূল পুঁথিটি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে?
প্রাসঙ্গিক তথ্য: হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের মূল পুঁথিটি বর্তমানে দিল্লির জাতীয় সংগ্রহালয়ে সংরক্ষিত আছে।
৯২. কাশীরাম দাসের মহাভারত প্রথম কে সম্পূর্ণ করেন?
প্রাসঙ্গিক তথ্য: কাশীরাম দাসের মৃত্যুর পর তাঁর অসমাপ্ত মহাভারত তাঁর ভ্রাতুষ্পুত্র এবং অন্যান্য কবিরা সম্পূর্ণ করেন।
৯৩. কৃষ্ণদাস কবিরাজের গুরু কে ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তাঁর অনুপ্রেরণাতেই 'শ্রীচৈতন্যচরিতামৃত' রচনায় ব্রতী হন।
৯৪. দৌলত কাজীর অসমাপ্ত কাব্যটি কে সমাপ্ত করেন?
প্রাসঙ্গিক তথ্য: দৌলত কাজীর অকালমৃত্যুর প্রায় কুড়ি বছর পর সৈয়দ আলাওল 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি সমাপ্ত করেন।
৯৫. মনসামঙ্গলের কোন কবি 'বিপ্র' উপাধি ব্যবহার করতেন?
প্রাসঙ্গিক তথ্য: বিপ্রদাস পিপলাই তাঁর কাব্যের ভণিতায় 'বিপ্র' উপাধি ব্যবহার করেছেন।
৯৬. ধর্মমঙ্গল কাব্যের কোন কবির উপাধি ছিল 'সুকবি বল্লভ'?
প্রাসঙ্গিক তথ্য: ধর্মমঙ্গল কাব্যের অন্যতম কবি মানিকরাম গাঙ্গুলীর উপাধি ছিল 'সুকবি বল্লভ'।
৯৭. কোন চর্যাকবি পার্বত্য অঞ্চলের শবর-শবরীর জীবনযাত্রার রূপকে তত্ত্বকথা বলেছেন?
প্রাসঙ্গিক তথ্য: শবরপাদ তাঁর পদে উঁচু পর্বতের উপর বসবাসকারী শবর-শবরীর দৈনন্দিন জীবনের রূপকের মাধ্যমে গুহ্য সাধনার কথা বলেছেন।
৯৮. কৃত্তিবাসী রামায়ণে সীতার রাবণবধের কাহিনী কোন উৎস থেকে গৃহীত?
প্রাসঙ্গিক তথ্য: কৃত্তিবাস ওঝা তাঁর রামায়ণে সীতার দ্বারা সহস্রস্কন্ধ রাবণ বধের যে কাহিনী যুক্ত করেছেন, তা মূলত 'অদ্ভুত রামায়ণ' বা 'অদ্ভূতোত্তর কাণ্ড' থেকে নেওয়া হয়েছে।
৯৯. বৃন্দাবন দাস কার আদেশে 'চৈতন্যভাগবত' রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: বৃন্দাবন দাস ছিলেন নিত্যানন্দ প্রভুর শিষ্য। তিনি নিত্যানন্দের আদেশেই চৈতন্যদেবের জীবনী রচনায় প্রবৃত্ত হন।
১০০. আলাওলের 'সপ্তপয়কর' ও 'সেকান্দরনামা' কাব্যদুটি কোন ফারসি কবির রচনার ভাবানুবাদ?
প্রাসঙ্গিক তথ্য: সৈয়দ আলাওলের 'সপ্তপয়কর' ও 'সেকান্দরনামা' উভয় কাব্যই পারস্যের বিখ্যাত কবি নিজামী গঞ্জভীর যথাক্রমে 'হপ্ত পয়কর' ও 'ইস্কান্দারনামা' কাব্যের ভাবানুবাদ।
স্কোর: 0 | প্রচেষ্টা: 0/100
Post a Comment
0
Comments
X
Never Miss an Update!
Join my newsletter to get the latest posts from AbhijitDas.in directly to your inbox.
0 Comments