বাংলা সাহিত্যের ইতিহাস mcq : পঞ্চম পর্ব

বাংলা গদ্য ও নাটক: MCQ টেস্ট (১০০ প্রশ্ন)

নির্দেশাবলী: প্রতিটি প্রশ্নের জন্য একটি উত্তর বেছে নিন। একবার উত্তর দিলে আর পরিবর্তন করা যাবে না। প্রতিটি প্রশ্নের পর প্রাসঙ্গিক তথ্য দেখানো হবে।

১. ফোর্ট উইলিয়াম কলেজের কোন লেখক 'ভাষারাজ' নামে পরিচিত ছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তাঁর পাণ্ডিত্যের জন্য 'ভাষারাজ' নামে পরিচিত ছিলেন। তাঁর গদ্য ছিল তৎসম শব্দবহুল ও পাণ্ডিত্যপূর্ণ।

২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি তাঁর মৌলিক সমাজসংস্কারমূলক রচনা?

প্রাসঙ্গিক তথ্য: 'বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব' বিদ্যাসাগরের মৌলিক রচনা, যা বিধবাবিবাহ আইন প্রচলনের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে।

৩. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য কাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল?

প্রাসঙ্গিক তথ্য: রেভারেন্ড জেমস লঙ 'Nil Durpan, or The Indigo Planting Mirror' নামে নাটকটি প্রকাশ করার জন্য এক মাস কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানার সম্মুখীন হন।

৪. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে সেলুকাস ও চন্দ্রগুপ্তের ঐতিহাসিক দ্বন্দ্ব চিত্রিত হয়েছে?

প্রাসঙ্গিক তথ্য: 'চন্দ্রগুপ্ত' নাটকে দ্বিজেন্দ্রলাল রায় গ্রিক সেনাপতি সেলুকাস ও মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের মধ্যেকার ঐতিহাসিক সংঘাত ও সন্ধির কাহিনী নাট্যরূপ দিয়েছেন।

৫. বিজন ভট্টাচার্যের কোন নাটকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় রচিত?

প্রাসঙ্গিক তথ্য: 'ছেঁড়া তার' নাটকটি মূলত গ্রামীণ মুসলিম সমাজের পটভূমিকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মন্বন্তরের ভয়াবহতাকে তুলে ধরেছে।

৬. ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থ কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: গোলকনাথ শর্মা কর্তৃক অনূদিত 'হিতোপদেশ' (১৮০১) ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত, যদিও কেরির 'কথোপকথন' (১৮০১) প্রায় একই সময়ে প্রকাশিত হয়।

৭. বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন রচনার ভাবানুবাদ?

প্রাসঙ্গিক তথ্য: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের বিখ্যাত কমেডি 'The Comedy of Errors' অবলম্বনে 'ভ্রান্তিবিলাস' রচনা করেন।

৮. দীনবন্ধু মিত্রের কোন নাটকের চরিত্রগুলি হল জলধর, জগদম্বা ও বিজয়?

প্রাসঙ্গিক তথ্য: 'নবীন তপস্বিনী' নাটকের প্রধান চরিত্রগুলির মধ্যে অন্যতম হল বিজয় ও তার সঙ্গিনী কামিনী। জলধর ও জগদম্বা এই নাটকেরই চরিত্র।

৯. দ্বিজেন্দ্রলাল রায় 'পরপারে' এবং 'আষাঢ়ে' নামে দুটি কাব্য রচনা করলেও তিনি মূলত কিসের জন্য বিখ্যাত?

প্রাসঙ্গিক তথ্য: দ্বিজেন্দ্রলাল রায় তাঁর নাটক ও 'দ্বিজেন্দ্রগীতি'র জন্য অমর হয়ে থাকলেও, তাঁর 'হাসির গান' বাংলা সংগীত জগতে একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছিল।

১০. ভারতীয় গণনাট্য সংঘ (IPTA) প্রযোজিত প্রথম উল্লেখযোগ্য বাংলা নাটক কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য রচিত এবং শম্ভু মিত্র পরিচালিত 'নবান্ন' (১৯৪৪) ছিল ভারতীয় গণনাট্য সংঘের এক যুগান্তকারী প্রযোজনা যা বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেয়।

১১. 'কেরী সাহেবের মুন্সী' নামে কে পরিচিত ছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির প্রধান সহকারী এবং পণ্ডিত, তাই তিনি 'কেরী সাহেবের মুন্সী' নামে সুপরিচিত ছিলেন।

১২. বাংলা ভাষায় যতিচিহ্নের সার্থক ও প্রথম প্রয়োগকারী হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বীকৃত। তিনি কোন গ্রন্থে প্রথম এর সফল ব্যবহার করেন?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থে বাংলা গদ্যে প্রথম সার্থকভাবে যতিচিহ্ন ব্যবহার করেন, যা বাংলা গদ্যকে এক নতুন রূপ দান করে।

১৩. 'বীরাঙ্গনা' কাব্যে মাইকেল মধুসূদন দত্ত মোট কয়টি পত্র রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' কাব্য একটি পত্রকাব্য, যেখানে পৌরাণিক নারীদের লেখা মোট ১১টি পত্র স্থান পেয়েছে।

১৪. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদকের জরিমানার টাকা কে দিয়েছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: জেমস লঙের জরিমানার ১০০০ টাকা আদালতে উপস্থিত থেকে সঙ্গে সঙ্গে পরিশোধ করেন 'হুতোম প্যাঁচার নক্সা'-র লেখক কালীপ্রসন্ন সিংহ।

১৫. "দুনিয়াটা শুধু টাকার, ক্ষমতার, আর তরবারির" - এই বিখ্যাত সংলাপটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের?

প্রাসঙ্গিক তথ্য: এই সংলাপটি 'সাজাহান' নাটকের ঔরংজেব চরিত্রের, যা তাঁর ক্ষমতা দখলের নিষ্ঠুর মানসিকতাকে প্রকাশ করে।

১৬. বাংলা ভাষায় রচিত প্রথম ইতিহাস গ্রন্থ 'রাজাবলি' (১৮০৮) কার লেখা?

প্রাসঙ্গিক তথ্য: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 'রাজাবলি' বাংলা ভাষায় লেখা প্রথম ইতিহাস গ্রন্থ, যদিও এটি মূলত সংকলন।

১৭. বিদ্যাসাগর বাংলা লিপির সংস্কার করে কোন গ্রন্থটি রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: 'বর্ণপরিচয়' (১৮৫৫) গ্রন্থে বিদ্যাসাগর বাংলা বর্ণমালাকে সংস্কার ও শৃঙ্খলাবদ্ধ করেন, যা আজও বাংলা শিক্ষার ভিত্তি।

১৮. বাংলা গীতিকবিতার ধারায় 'ভোরের পাখি' কাকে বলা হয়?

প্রাসঙ্গিক তথ্য: রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিহারীলাল চক্রবর্তীকে তাঁর আত্মগত, সুরধর্মী ও ব্যক্তিগত অনুভূতিপ্রবণ কবিতার জন্য 'ভোরের পাখি' উপাধিতে ভূষিত করেন।

১৯. দীনবন্ধু মিত্রের কোন নাটকটি 'Young Bengal' গোষ্ঠীর উচ্ছৃঙ্খল জীবনযাত্রা নিয়ে রচিত একটি প্রহসন?

প্রাসঙ্গিক তথ্য: 'সধবার একাদশী' একটি বিখ্যাত প্রহসন যেখানে দীনবন্ধু মিত্র উনিশ শতকের ইংরেজি শিক্ষিত 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মদ্যপান ও নৈতিক অধঃপতনের চিত্র তুলে ধরেছেন।

২০. তেভাগা আন্দোলনের পটভূমিকায় বিজন ভট্টাচার্য কোন নাটকটি রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: 'দেবী গর্জন' নাটকটি কৃষক, বিশেষত সাঁওতালদের জমি অধিকারের সংগ্রাম ও তেভাগা আন্দোলনকে কেন্দ্র করে রচিত।

২১. বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্যগ্রন্থ কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: রামরাম বসু রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১) বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্যগ্রন্থ হিসেবে স্বীকৃত।

২২. "আর আমি স্ত্রীজাতির পক্ষ অবলম্বন করিয়া লেখনী ধারণ করিব না" - কোন গ্রন্থের ভূমিকায় বিদ্যাসাগর এই উক্তি করেন?

প্রাসঙ্গিক তথ্য: বহুবিবাহের বিরুদ্ধে আন্দোলন করে ব্যর্থ ও হতাশ হয়ে বিদ্যাসাগর 'বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক বিচার (দ্বিতীয় পুস্তক)'-এর বিজ্ঞাপনে এই উক্তিটি করেছিলেন।

২৩. 'মেঘনাদবধ কাব্য' কোন ছন্দে রচিত?

প্রাসঙ্গিক তথ্য: মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন এবং 'মেঘনাদবধ কাব্য' এই ছন্দে লেখা তাঁর শ্রেষ্ঠ কীর্তি।

২৪. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের কোন চরিত্রটি একজন প্রতিবাদী রায়ত?

প্রাসঙ্গিক তথ্য: 'তোরাপ' চরিত্রটি নীলদর্পণ নাটকের একজন সাহসী ও প্রতিবাদী কৃষক যে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

২৫. দ্বিজেন্দ্রলাল রায় তাঁর বিখ্যাত 'হাসির গান' রচনার অনুপ্রেরণা কোথায় পেয়েছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: ইংল্যান্ডে কৃষিবিদ্যা পড়তে গিয়ে তিনি গিলবার্ট ও সুলিভানের কমিক অপেরা দ্বারা প্রভাবিত হন এবং সেখান থেকেই তাঁর বিখ্যাত 'হাসির গান' রচনার অনুপ্রেরণা লাভ করেন।

২৬. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কোন গ্রন্থটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়?

প্রাসঙ্গিক তথ্য: 'প্রবোধচন্দ্রিকা' গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের মৃত্যুর বেশ কয়েক বছর পর ১৮৩৩ সালে প্রকাশিত হয়। এটি একটি প্রবন্ধ সংকলন।

২৭. বিদ্যাসাগরের 'শকুন্তলা' প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগরের 'শকুন্তলা' গ্রন্থাকারে প্রকাশের আগে 'তত্ত্ববোধিনী পত্রিকা'-য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।

২৮. নবীনচন্দ্র সেনের 'ত্রয়ী' মহাকাব্যের প্রথম খণ্ড কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: নবীনচন্দ্র সেনের বিখ্যাত আখ্যানকাব্য হল 'পলাশির যুদ্ধ' (১৮৭৫)। 'রৈবতক', 'কুরুক্ষেত্র' ও 'প্রভাস' তাঁর কৃষ্ণ-জীবনীমূলক 'ত্রয়ী' মহাকাব্যের তিনটি অংশ।

২৯. দীনবন্ধু মিত্রের কোন নাটকটি সামাজিক সমস্যার প্রেক্ষাপটে রচিত হলেও মূলত একটি কমেডি?

প্রাসঙ্গিক তথ্য: 'লীলাবতী' নাটকে কৌলীন্য প্রথা, বহুবিবাহ ইত্যাদি সামাজিক সমস্যা থাকলেও এর মূল সুর মিলনাত্মক ও হাস্যরসাত্মক।

৩০. 'নবান্ন' নাটকের প্রধান নারী চরিত্রের নাম কি?

প্রাসঙ্গিক তথ্য: 'নবান্ন' নাটকের প্রধান চরিত্র প্রধান সমাদ্দারের স্ত্রী 'পঞ্চাননী'। এটি বাংলা নাটকের একটি স্মরণীয় চরিত্র।

৩১. 'A Grammar of the Bengali Language' (১৭৭৮) গ্রন্থটি কার লেখা?

প্রাসঙ্গিক তথ্য: 'A Grammar of the Bengali Language' গ্রন্থটি রচনা করেন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এটি বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ গ্রন্থ।

৩২. বিদ্যাসাগর রচিত 'অতি অল্প হইল' এবং 'আবার অতি অল্প হইল' এই ব্যঙ্গাত্মক পুস্তিকা দুটি কার ছদ্মনামে প্রকাশিত?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর তাঁর বিরোধীদের ব্যঙ্গ করে লেখা এই পুস্তিকা দুটি 'কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য' ছদ্মনামে প্রকাশ করেছিলেন।

৩৩. "বাঙ্গালী শুধুUtility বোঝে, Beauty বোঝে না" - এই মন্তব্যটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের?

প্রাসঙ্গিক তথ্য: এই বিখ্যাত উক্তিটি 'নূরজাহান' নাটকের অন্তর্গত, যা বাঙালির শিল্পবিমুখতা ও বাস্তববাদী মানসিকতাকে কটাক্ষ করে বলা হয়েছে।

৩৪. 'নীলদর্পণ' নাটকের অত্যাচারী নীলকর সাহেবের নাম কী?

প্রাসঙ্গিক তথ্য: 'নীলদর্পণ' নাটকের মূল খল চরিত্র, অত্যাচারী নীলকর সাহেবদের প্রধান হল জে. জে. উড। তার সহযোগী ছিল রোজ।

৩৫. বিজন ভট্টাচার্যের 'জবানবন্দী' নাটকটির বিষয়বস্তু কী?

প্রাসঙ্গিক তথ্য: 'জবানবন্দী' (১৯৪৩) নাটকটি মন্বন্তরের পটভূমিকায় এক কৃষকের আত্মহত্যার মর্মান্তিক কাহিনী নিয়ে রচিত।

৩৬. বাংলা ভাষায় লেখা প্রথম পত্রসাহিত্য কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: রামরাম বসু রচিত 'লিপিমালা' (১৮০২) পত্রের আকারে লেখা। এটি বাংলা ভাষার প্রথম পত্রসাহিত্য হিসেবে গণ্য হয়।

৩৭. বিদ্যাসাগর রচিত প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: চেম্বার্সের 'Biographies' অবলম্বনে রচিত 'জীবনচরিত' (১৮৪৯) বিদ্যাসাগরের লেখা প্রথম জীবনী গ্রন্থমালা। 'বিদ্যাসাগর চরিত' তাঁর অসমাপ্ত আত্মজীবনী।

৩৮. 'বৃত্রসংহার' মহাকাব্যটি কার রচনা?

প্রাসঙ্গিক তথ্য: 'বৃত্রসংহার' (১৮৭৫-৭৭) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত মহাকাব্য। এটি দধীচির আত্মত্যাগ ও ইন্দ্রের বৃত্রাসুর বধের পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত।

৩৯. "রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি" - এই লাইনটি দীনবন্ধু মিত্রের কোন প্রহসনের?

প্রাসঙ্গিক তথ্য: এই বিখ্যাত উক্তিটি 'বিয়ে পাগলা বুড়ো' প্রহসনের, যা বৃদ্ধের বিবাহের হাস্যকর পরিণতি নিয়ে লেখা।

৪০. 'নবান্ন' পরবর্তীকালে কোন নাট্যদলের অধীনে 'জনপদ' নামে মঞ্চস্থ হয়েছিল?

প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য ও শম্ভু মিত্রের মধ্যে মতবিরোধের পর বিজন ভট্টাচার্য তাঁর নিজস্ব নাট্যদল 'Calcutta Group Theatre' প্রতিষ্ঠা করেন এবং সেখানে 'নবান্ন' নাটকটিকেই 'জনপদ' নামে নতুন করে মঞ্চস্থ করেন।

৪১. 'তোতা ইতিহাস' গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজের কোন লেখকের রচনা?

প্রাসঙ্গিক তথ্য: 'তোতা ইতিহাস' (১৮০৫) ফারসি 'তুতিনামা' অবলম্বনে চণ্ডীচরণ মুন্সী রচনা করেন।

৪২. বিদ্যাসাগর ও তাঁর বন্ধু মদনমোহন তর্কালঙ্কার যৌথভাবে কোন ছাপাখানা ও বইয়ের দোকান প্রতিষ্ঠা করেন?

প্রাসঙ্গিক তথ্য: ১৮৪৭ সালে বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কার যৌথ উদ্যোগে 'সংস্কৃত প্রেস ডিপজিটরি' নামে একটি বইয়ের দোকান ও ছাপাখানা প্রতিষ্ঠা করেন।

৪৩. "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়?" - এই বিখ্যাত পঙক্তিটি কার রচনা?

প্রাসঙ্গিক তথ্য: এই দেশাত্মবোধক পঙক্তিটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মিনী উপাখ্যান' (১৮৫৮) কাব্যের অংশ।

৪৪. 'নীলদর্পণ' নাটকটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

প্রাসঙ্গিক তথ্য: দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল।

৪৫. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন প্রহসনে হিন্দুধর্মের গোঁড়ামি ও ভণ্ডামিকে তীব্রভাবে ব্যঙ্গ করা হয়েছে?

প্রাসঙ্গিক তথ্য: 'কল্কি অবতার' (১৮৯৫) প্রহসনে দ্বিজেন্দ্রলাল রায় ভণ্ড গুরু ও ধর্মীয় কুসংস্কারকে তীব্রভাবে আক্রমণ করেছেন।

৪৬. 'কথোপকথন' (১৮০১) গ্রন্থটি উইলিয়াম কেরি কী উদ্দেশ্যে রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: উইলিয়াম কেরি তাঁর রচিত বাংলা ব্যাকরণের উদাহরণ হিসেবে আটপৌরে জীবনের কথোপকথন তুলে ধরার জন্য 'কথোপকথন' রচনা করেন। এটি কথ্যভাষার প্রথম মুদ্রিত নিদর্শন।

৪৭. বিদ্যাসাগরের 'বাঙ্গালার ইতিহাস' গ্রন্থটি কোন ইংরেজি গ্রন্থের ছায়া অবলম্বনে রচিত?

প্রাসঙ্গিক তথ্য: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন ক্লার্ক মার্শম্যানের লেখা 'History of Bengal' অবলম্বনে শিশুদের জন্য 'বাঙ্গালার ইতিহাস' (১৮৪৮) রচনা করেন।

৪৮. বাংলা ভাষায় প্রথম সনেট সংকলন কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: মাইকেল মধুসূদন দত্তের 'চতুর্দশপদী কবিতাবলী' (১৮৬৬) বাংলা সাহিত্যের প্রথম সনেট বা চতুর্দশপদী কবিতার সংকলন।

৪৯. দীনবন্ধু মিত্র পেশাগত জীবনে কী ছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: দীনবন্ধু মিত্র ব্রিটিশ সরকারের অধীনে ডাক বিভাগে চাকরি করতেন এবং পরিদর্শক থেকে পোস্টমাস্টার জেনারেল পদে উন্নীত হয়েছিলেন।

৫০. বিজন ভট্টাচার্য কোন ছদ্মনামে কবিতা লিখতেন?

প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য 'অগ্নি' ছদ্মনামে কবিতা লিখতেন। তাঁর নাটকেও এই বিপ্লবী চেতনার প্রতিফলন দেখা যায়।

৫১. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

প্রাসঙ্গিক তথ্য: লর্ড ওয়েলেসলি ১৮০০ সালের ৪ঠা মে ব্রিটিশ प्रशासকদের দেশীয় ভাষা ও সংস্কৃতি শেখানোর উদ্দেশ্যে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

৫২. বিদ্যাসাগরের বহুবিবাহ বিরোধী আন্দোলনের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: সংস্কৃত কলেজের অধ্যাপক তারানাথ তর্কবাচস্পতি ছিলেন বহুবিবাহ প্রথার कट्टर সমর্থক এবং এই বিষয়ে বিদ্যাসাগরের প্রধান প্রতিপক্ষ।

৫৩. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন প্রহসনটি তাঁর প্রথম রচিত নাটক?

প্রাসঙ্গিক তথ্য: 'বিরহ' (১৮৯৭) দ্বিজেন্দ্রলাল রায় রচিত প্রথম প্রহসন। এটি একটি সামাজিক ব্যঙ্গাত্মক রচনা।

৫৪. 'সধবার একাদশী' প্রহসনের প্রধান চরিত্রের নাম কী?

প্রাসঙ্গিক তথ্য: 'সধবার একাদশী' প্রহসনের কেন্দ্রীয় চরিত্র হল ইংরেজি শিক্ষিত, মদ্যপ এবং প্রতিভাবান যুবক নিমচাঁদ দত্ত, যা বাংলা সাহিত্যের একটি অবিস্মরণীয় চরিত্র।

৫৫. দেশভাগের যন্ত্রণা নিয়ে লেখা বিজন ভট্টাচার্যের একটি বিখ্যাত নাটক কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: 'মরাচাঁদ' নাটকটিতে দেশভাগের ফলে ছিন্নমূল মানুষের যন্ত্রণা ও অস্তিত্বের সংকটকে তুলে ধরা হয়েছে।

৫৬. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের কোন গ্রন্থটি সংস্কৃত 'দ্বাত্রিংশৎ পুত্তলিকা'-র অনুবাদ?

প্রাসঙ্গিক তথ্য: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত 'দ্বাত্রিংশৎ পুত্তলিকা' অবলম্বনে 'বত্রিশ সিংহাসন' (১৮০২) রচনা করেন, যা রাজা বিক্রমাদিত্যের মহত্ত্ব বর্ণনা করে।

৫৭. 'বিদ্যাসাগর জীবনচরিত' কে রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন 'বিদ্যাসাগর জীবনচরিত' নামে একটি প্রামাণ্য জীবনীগ্রন্থ রচনা করেন।

৫৮. বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য হিসেবে পরিচিত 'সারদামঙ্গল'-এ সারদা কে?

প্রাসঙ্গিক তথ্য: 'সারদামঙ্গল' কাব্যে সারদা হলেন একাধারে দেবী সরস্বতী এবং কবির কবিকল্পনার মূর্ত প্রতীক বা মানসসুন্দরী।

৫৯. দীনবন্ধু মিত্রের কোন নাটকটি একটি গীতিনাট্য?

প্রাসঙ্গিক তথ্য: 'কমলে কামিনী' (১৮৭৩) একটি গীতিনাট্য বা অপেরা। এটি দীনবন্ধু মিত্রের একটি ভিন্ন ধারার প্রচেষ্টা।

৬০. বিজন ভট্টাচার্য ও ঋত্বিক ঘটক যৌথভাবে কোন নাটকটি রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: 'জতুগৃহ' নাটকটি বিজন ভট্টাচার্য ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক совместно রচনা করেছিলেন।

৬১. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: ব্যাপটিস্ট মিশনারি এবং ভাষাবিদ উইলিয়াম কেরি ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান বা অধ্যক্ষ নিযুক্ত হন।

৬২. বিদ্যাসাগর কত সালে মারা যান?

প্রাসঙ্গিক তথ্য: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালের ২৯শে জুলাই কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৬৩. "আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান" - গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের?

প্রাসঙ্গিক তথ্য: এই বিখ্যাত গানটি 'মেবার পতন' নাটকের। এটি রাজপুতদের বিলাসব্যসন ও কর্তব্যে অবহেলাকে নির্দেশ করে।

৬৪. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ কে করেছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: যদিও জেমস লঙের নামে প্রকাশিত হয়েছিল, নাটকটির প্রকৃত ইংরেজি অনুবাদক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি অনুরোধে পরিচয় গোপন রেখেছিলেন।

৬৫. বিজন ভট্টাচার্য বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন?

প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য ১৯১৫ সালে তৎকালীন ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলা) খানখানাপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

৬৬. ফোর্ট উইলিয়াম কলেজের কোন গ্রন্থে প্রথম চলিত রীতির ব্যবহার দেখা যায়?

প্রাসঙ্গিক তথ্য: উইলিয়াম কেরির 'কথোপকথন' গ্রন্থে কলকাতার সাধারণ মানুষের মুখের ভাষা বা চলিত রীতির প্রথম সার্থক প্রয়োগ লক্ষ্য করা যায়।

৬৭. চেম্বার্সের 'Rudiments of Knowledge' অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর শিশুদের জ্ঞানার্জনের জন্য চেম্বার্সের 'Rudiments of Knowledge' অবলম্বনে 'বোধোদয়' (১৮৫১) রচনা করেন।

৬৮. রাধাকৃষ্ণের বিরহের পদাবলী অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্য রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: 'ব্রজাঙ্গনা কাব্য' (১৮৬১) রাধার বিরহের আকুতি নিয়ে লেখা। এটি মধুসূদনের একটি গীতিকবিতার সংকলন, যা বৈষ্ণব পদাবলীর দ্বারা প্রভাবিত।

৬৯. ঘরজামাইদের দুর্দশা নিয়ে লেখা দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: 'জামাই বারিক' (১৮৭২) প্রহসনে দীনবন্ধু মিত্র উনিশ শতকের সমাজে ঘরজামাইদের অপমান ও লাঞ্ছনার চিত্র হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছেন।

৭০. 'নবান্ন' নাটকের প্রথম মঞ্চায়নে কে নির্দেশনার দায়িত্বে ছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: 'নবান্ন' নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য হলেও, ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় এর প্রথম মঞ্চায়নের নির্দেশক ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র।

৭১. ফোর্ট উইলিয়াম কলেজ কবে বন্ধ হয়ে যায়?

প্রাসঙ্গিক তথ্য: প্রশাসনিক ও অর্থনৈতিক কারণে ফোর্ট উইলিয়াম কলেজের কার্যক্রম সীমিত হতে শুরু করে এবং অবশেষে ১৮৫৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়, যদিও এর প্রকাশনা বিভাগ ১৮৩০ সালের মধ্যেই গুরুত্ব হারায়। সঠিক উত্তর ১৮৫৪।

৭২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম কোন জেলায় অবস্থিত?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম তৎকালীন হুগলি জেলার অন্তর্গত ছিল, কিন্তু বর্তমানে এটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অংশ।

৭৩. "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি" - গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের?

প্রাসঙ্গিক তথ্য: এই অত্যন্ত জনপ্রিয় দেশাত্মবোধক গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের 'সিংহল বিজয়' নাটকের অন্তর্গত।

৭৪. দীনবন্ধু মিত্রের লেখা দুটি কাব্যের নাম কী?

প্রাসঙ্গিক তথ্য: দীনবন্ধু মিত্র নাট্যকার হিসেবে পরিচিত হলেও 'সুরধুনী কাব্য' এবং 'দ্বাদশ কবিতা' নামে দুটি কাব্যগ্রন্থও রচনা করেছিলেন।

৭৫. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে বিজন ভট্টাচার্য কোন চরিত্রে অভিনয় করেন?

প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য একজন শক্তিশালী অভিনেতাও ছিলেন। তিনি 'পদ্মা নদীর মাঝি' চলচ্চিত্রে গণেশ চরিত্রে এবং 'মেঘে ঢাকা তারা' ছবিতে নায়িকার বাবা চরিত্রে অভিনয় করেন।

৭৬. প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক কে?

প্রাসঙ্গিক তথ্য: হানা ক্যাথরিন মুলেনস রচিত 'ফুলমণি ও করুণার বিবরণ' (১৮৫২) প্রথম বাঙালি মহিলার লেখা উপন্যাস হিসেবে গণ্য হয়।

৭৭. মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন কাব্যে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন?

প্রাসঙ্গিক তথ্য: 'তিলোত্তমাসম্ভব কাব্য' (১৮৬০) হল প্রথম কাব্য যেখানে মাইকেল মধুসূদন দত্ত সফলভাবে অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।

৭৮. 'বন্দে মাতরম্‌' সঙ্গীতটি কোন উপন্যাসের অংশ?

প্রাসঙ্গিক তথ্য: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'আনন্দমঠ' (১৮৮২) উপন্যাসে 'বন্দে মাতরম্‌' সঙ্গীতটি অন্তর্ভুক্ত, যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র হয়ে ওঠে।

৭৯. দীনবন্ধু মিত্র ব্রিটিশ সরকারের কাছ থেকে কোন উপাধি পেয়েছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: 'নীলদর্পণ' রচনার জন্য ব্রিটিশদের রোষানলে পড়লেও, কর্মজীবনে দক্ষতার জন্য দীনবন্ধু মিত্র 'রায়বাহাদুর' উপাধি লাভ করেন।

৮০. বিজন ভট্টাচার্যের কোন নাটকটি একটি রূপকধর্মী রচনা?

প্রাসঙ্গিক তথ্য: 'আজবসন্ত' একটি রূপকধর্মী নাটক যেখানে তিনি সামাজিক অবক্ষয় ও পরিবর্তনের চিত্র তুলে ধরেছেন।

৮১. হিন্দি 'বৈতাল পচ্চীসী' অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর লল্লুলাল কৃত হিন্দি 'বৈতাল পচ্চীসী' অবলম্বনে 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) রচনা করেন। এটিই তাঁর প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ।

৮২. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন প্রহসনে এক কৃপণ ব্যক্তির মৃত্যুর পর ভূতের উৎপাতে তার ছেলেরা প্রায়শ্চিত্ত করে?

প্রাসঙ্গিক তথ্য: 'পুনর্জন্ম' (১৯১১) প্রহসনে এই হাস্যকর ও শিক্ষামূলক কাহিনীটি বর্ণিত হয়েছে।

৮৩. বাংলা সাহিত্যে 'যুগসন্ধির কবি' কাকে বলা হয়?

প্রাসঙ্গিক তথ্য: ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় মধ্যযুগীয় মঙ্গলকাব্যের রীতির শেষ এবং আধুনিক যুগের সূচনা লক্ষ্য করা যায় বলে তাঁকে 'যুগসন্ধির কবি' বলা হয়।

৮৪. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: প্যারিচাঁদ মিত্রের (টেকচাঁদ ঠাকুর) লেখা 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত।

৮৫. বিজন ভট্টাচার্যের স্ত্রী ছিলেন একজন প্রখ্যাত সাহিত্যিক। তিনি কে?

প্রাসঙ্গিক তথ্য: জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী ছিলেন নাট্যকার বিজন ভট্টাচার্যের স্ত্রী।

৮৬. কোন গভর্নরের আমলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল?

প্রাসঙ্গিক তথ্য: গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি সিভিলিয়ানদের প্রশিক্ষণের জন্য ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।

৮৭. বিদ্যাসাগরের সম্পাদনায় কোন বিখ্যাত পত্রিকা প্রকাশিত হত?

প্রাসঙ্গিক তথ্য: 'সোমপ্রকাশ' (১৮৫৮) একটি প্রভাবশালী সাপ্তাহিক পত্রিকা ছিল, যা মূলত দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় বের হলেও এর প্রধান উপদেষ্টা ও পরিচালক ছিলেন বিদ্যাসাগর।

৮৮. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম বাংলা নাটক কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: 'শর্মিষ্ঠা' (১৮৫৯) মাইকেলের লেখা প্রথম বাংলা নাটক। এরপরেই তিনি 'পদ্মাবতী' রচনা করেন।

৮৯. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: মাইকেল মধুসূদন দত্ত রচিত 'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকটিকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি হিসেবে গণ্য করা হয়।

৯০. 'নবান্ন' নাটকের 'প্রধান সমাদ্দার' চরিত্রে কে অভিনয় করতেন?

প্রাসঙ্গিক তথ্য: যদিও নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য, নির্দেশক ও প্রধান চরিত্র 'প্রধান সমাদ্দার' এর ভূমিকায় অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন শম্ভু মিত্র।

৯১. বিদ্যাসাগর কোন বছর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন?

প্রাসঙ্গিক তথ্য: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫১ সালে মাত্র ৩১ বছর বয়সে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন।

৯২. 'পলাশির যুদ্ধ' মহাকাব্যটি নবীনচন্দ্র সেন কোন দেশের কবির রচনা দ্বারা প্রভাবিত হয়ে লেখেন?

প্রাসঙ্গিক তথ্য: নবীনচন্দ্র সেন বায়রনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। 'পলাশির যুদ্ধ' কাব্যে বায়রনীয় বিষাদ ও নায়ক-কেন্দ্রিকতার প্রভাব স্পষ্ট।

৯৩. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকটি তাঁর জীবদ্দশায় মঞ্চস্থ হয়নি?

প্রাসঙ্গিক তথ্য: 'নূরজাহান' নাটকটি দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুর পর ১৯১৫ সালে প্রথম মঞ্চস্থ হয়।

৯৪. 'ভারতচন্দ্র' কার ছদ্মনাম ছিল?

প্রাসঙ্গিক তথ্য: মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর 'রায়গুণাকর' উপাধি পেয়েছিলেন। 'ভারতচন্দ্র' তাঁর আসল নাম। এই প্রশ্নটি বিভ্রান্ত করার জন্য।

৯৫. বিজন ভট্টাচার্যের প্রথম একাঙ্ক নাটকের নাম কী?

প্রাসঙ্গিক তথ্য: 'আগুন' (১৯৪৩) বিজন ভট্টাচার্যের লেখা প্রথম একাঙ্ক নাটক।

৯৬. উইলিয়াম কেরি কোন গ্রন্থটি প্রথম বাংলায় অনুবাদ করেন?

প্রাসঙ্গিক তথ্য: উইলিয়াম কেরি ও তাঁর সহকারীরা বাইবেলের নিউ টেস্টামেন্ট বাংলায় অনুবাদ করেন, যা 'মঙ্গল সমাচার' নামে ১৮০০ সালে শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়।

৯৭. ভবভূতির 'উত্তররামচরিত' অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন?

প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর ভবভূতির 'উত্তররামচরিত' এবং বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে 'সীতার বনবাস' (১৮৬০) রচনা করেন।

৯৮. বিহারীলাল চক্রবর্তীর কবিতায় কোন ইংরেজ রোমান্টিক কবির প্রভাব সবচেয়ে বেশি?

প্রাসঙ্গিক তথ্য: বিহারীলালের প্রকৃতি চেতনা ও আত্মমগ্নতার সঙ্গে ইংরেজি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার গভীর সাদৃশ্য পাওয়া যায়।

৯৯. নব্যশিক্ষিত যুবকদের মদ্যপান ও উচ্ছৃঙ্খলতা নিয়ে লেখা মাইকেল মধুসূদন দত্তের প্রহসন কোনটি?

প্রাসঙ্গিক তথ্য: 'একেই কি বলে সভ্যতা?' (১৮৬০) প্রহসনে মাইকেল 'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর অনুকরণপ্রিয়তা ও অনাচারকে তীব্রভাবে ব্যঙ্গ করেছেন।

১০০. দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় কী হিসেবে পরিচিত ছিলেন?

প্রাসঙ্গিক তথ্য: দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন একজন উচ্চপদস্থ রাজকর্মচারী, সংগীতজ্ঞ এবং স্মৃতিকথা 'আত্মজীবনচরিত'-এর লেখক।
স্কোর: 0 | প্রচেষ্টা: 0/100

Post a Comment

0 Comments

X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from AbhijitDas.in directly to your inbox.