প্রাসঙ্গিক তথ্য: ফোর্ট উইলিয়াম কলেজের লেখক রাজীবলোচন মুখোপাধ্যায় নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের জীবনী অবলম্বনে এই গ্রন্থটি রচনা করেন।
২. কোন গ্রন্থে বিদ্যাসাগর প্রথম বাংলা ভাষায় ইউরোপীয় ক্লাসিক্যাল সাহিত্যের সঙ্গে ভারতীয় সাহিত্যের তুলনামূলক আলোচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: 'সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব' (১৮৫৩) গ্রন্থে বিদ্যাসাগর কালিদাস ও শেক্সপিয়রের মধ্যে তুলনামূলক আলোচনা করেন, যা বাংলা সমালোচনা সাহিত্যের একটি প্রাথমিক নিদর্শন।
৩. 'নীলদর্পণ' নাটকের প্রধান নায়ক চরিত্র কোনটি?
প্রাসঙ্গিক তথ্য: গোলকচন্দ্র বসুর জ্যেষ্ঠ পুত্র নবীন মাধব হলেন 'নীলদর্পণ' নাটকের কেন্দ্রীয় নায়ক চরিত্র, যিনি নীলকরদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
৪. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকটি টডের 'Annals and Antiquities of Rajasthan' অবলম্বনে রচিত?
প্রাসঙ্গিক তথ্য: দ্বিজেন্দ্রলাল রায়ের 'তারাবাঈ' (১৯০৩) নাটকটি কর্নেল জেমস টডের বিখ্যাত গ্রন্থ 'Annals and Antiquities of Rajasthan' থেকে কাহিনী সংগ্রহ করে রচিত।
৫. "লাখে লাখে সৈন্য মরে, দেশের রাজা সৈন্য গড়ে" - এই সংলাপটি বিজন ভট্টাচার্যের কোন নাটকের?
প্রাসঙ্গিক তথ্য: এই বিখ্যাত সংলাপটি 'জবানবন্দী' নাটকের, যা মন্বন্তরের প্রেক্ষাপটে শাসকশ্রেণীর উদাসীনতাকে তুলে ধরে।
৬. ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের গদ্যে কোন ভাষার প্রভাব সবচেয়ে বেশি ছিল?
প্রাসঙ্গিক তথ্য: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছাড়া ফোর্ট উইলিয়াম কলেজের অধিকাংশ লেখকের গদ্যে আরবি-ফারসি মিশ্রিত চলিত ভাষার প্রভাব ছিল, যা তৎকালীন প্রশাসনিক ভাষা থেকে উদ্ভূত।
৭. বন্ধুর শিশুকন্যার মৃত্যুতে শোক প্রকাশ করে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: তাঁর বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতীর অকালমৃত্যুতে ব্যথিত হয়ে বিদ্যাসাগর 'প্রভাবতী সম্ভাষণ' (১৮৬৩) নামক শোকগাথাটি রচনা করেন।
৮. 'নীলদর্পণ' নাটকের কোন নারী চরিত্রটি নীলকর সাহেবের পাশবিক অত্যাচারে মারা যায়?
প্রাসঙ্গিক তথ্য: সাধুচরণের কন্যা ক্ষেত্রমণি চরিত্রটি নীলকর রোজের পাশবিক অত্যাচারের শিকার হয় এবং তার ফলেই তার মৃত্যু ঘটে, যা নাটকের অন্যতম করুণ দৃশ্য।
৯. দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম কোথায় হয়েছিল?
প্রাসঙ্গিক তথ্য: দ্বিজেন্দ্রলাল রায় ১৮৬৩ সালে নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কার্তিকেয়চন্দ্র রায় ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান।
১০. বিজন ভট্টাচার্য কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য ভারতীয় গণনাট্য সংঘের (IPTA) সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং তাদের মুখপত্র 'গণনাট্য' পত্রিকার সম্পাদনাও করেন।
১১. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন সামাজিক নাটকে আধুনিক শিক্ষা ও সনাতন সংস্কারের দ্বন্দ্ব দেখানো হয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: 'প্রায়শ্চিত্ত' (১৯০২) নাটকে ডি. এল. রায় বিলাতফেরত যুবকের সঙ্গে রক্ষণশীল সমাজের সংঘাত এবং প্রায়শ্চিত্তের মাধ্যমে তার সমাধান দেখিয়েছেন।
১২. কোন নাটকটি রচনার পর মাইকেল মধুসূদন দত্ত রামনারায়ণ তর্করত্নের কাছ থেকে "আপনি মাতৃভাষার উন্নতি সাধনে যত্নবান হইয়াছেন..." এই প্রশংসা শোনেন?
প্রাসঙ্গিক তথ্য: 'রত্নাবলী' নাটকের দুর্বল ইংরেজি অনুবাদ দেখে ব্যথিত হয়ে মধুসূদন 'শর্মিষ্ঠা' রচনা করেন এবং এর অভিনয় দেখে নাট্যকার রামনারায়ণ তর্করত্ন তাঁকে এই উৎসাহব্যঞ্জক চিঠিটি লেখেন।
১৩. গ্রামের গরিব প্রজাপীড়ক, ভণ্ড ও লম্পট জমিদারের চরিত্র নিয়ে মাইকেল মধুসূদন দত্ত কোন প্রহসনটি রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' (১৮৬০) প্রহসনে ভক্তপ্রসাদ নামক এক ভণ্ড ও লম্পট বৃদ্ধ জমিদারের চরিত্র চিত্রিত হয়েছে, যিনি হানিফা নাম্নী এক মুসলমান চাষীর স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন।
১৪. কলকাতার কথ্য বা চলিত ভাষার প্রথম সার্থক সাহিত্যিক প্রয়োগ কোন গ্রন্থে দেখা যায়?
প্রাসঙ্গিক তথ্য: কালীপ্রসন্ন সিংহের 'হুতোম প্যাঁচার নক্সা' (১৮৬২) গ্রন্থেই কলকাতার কথ্যভাষার প্রথম সার্থক ও জীবন্ত সাহিত্যিক রূপায়ণ ঘটে।
১৫. বিদ্যাসাগর কোন বছর ফোর্ট উইলিয়াম কলেজের সেরেস্তাদার বা প্রধান পণ্ডিত নিযুক্ত হন?
প্রাসঙ্গিক তথ্য: মাত্র একুশ বছর বয়সে, ১৮৪১ সালের ২৯শে ডিসেম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার বা প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হন।
১৬. 'A Dictionary of the Bengalee Language' (১৮২৭) এর অন্যতম সংকলক কে ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: উইলিয়াম কেরি এই দ্বিভাষিক (ইংরেজি-বাংলা) অভিধানের প্রধান সংকলক ছিলেন। জন ক্লার্ক মার্শম্যান ছিলেন শ্রীরামপুর মিশনের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য ও ইতিহাসবিদ।
১৭. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন সামাজিক নাটকে পরলোক ও জন্মান্তরবাদ নিয়ে দার্শনিক আলোচনা রয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: 'পরপারে' (১৯১২) নাটকে ডি. এল. রায় মৃত্যু, পরলোক এবং জন্মান্তর নিয়ে তাঁর দার্শনিক চিন্তাভাবনাকে নাট্যরূপ দিয়েছেন।
১৮. বিজন ভট্টাচার্যের কোন নাটকটি তাঁর স্ত্রী মহাশ্বেতা দেবীর কাহিনী অবলম্বনে রচিত?
প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্যের 'গোত্রান্তর' নাটকটি মহাশ্বেতা দেবীর একটি ছোটগল্প অবলম্বনে রচিত হয়েছিল।
১৯. 'পদ্মলোচন' ও 'বগলা' কোন নাটকের চরিত্র?
প্রাসঙ্গিক তথ্য: পদ্মলোচন ও তার স্ত্রী বগলা দীনবন্ধু মিত্রের 'জামাই বারিক' প্রহসনের দুটি প্রধান হাস্যরসাত্মক চরিত্র।
২০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত 'তত্ত্ববোধিনী সভা'-র একজন সক্রিয় সদস্য ছিলেন এবং 'তত্ত্ববোধিনী পত্রিকা'-র সঙ্গেও যুক্ত ছিলেন।
২১. "জননী! জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী" - এই আদর্শকে কেন্দ্র করে দ্বিজেন্দ্রলাল রায় কোন নাটকটি রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: 'দুর্গাদাস' (১৯০৬) নাটকে দুর্গাদাসের নিঃস্বার্থ দেশপ্রেম ও আত্মত্যাগের মাধ্যমে এই মহান আদর্শকে তুলে ধরা হয়েছে।
২২. মাইকেল মধুসূদনের 'পদ্মাবতী' নাটকের কাহিনী কোথা থেকে নেওয়া?
প্রাসঙ্গিক তথ্য: 'পদ্মাবতী' (১৮৬০) নাটকের কাহিনী গ্রিক পুরাণের 'Apple of Discord' বা 'প্যারিসের বিচার' নামক বিখ্যাত কাহিনী অবলম্বনে রচিত।
২৩. বিদ্যাসাগরের 'ব্রজবিলাস' গ্রন্থটি কার ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?
প্রাসঙ্গিক তথ্য: তার বিরোধীদের লেখা 'বিধবাবিবাহ' বিরোধী গ্রন্থের ব্যঙ্গাত্মক উত্তর হিসেবে বিদ্যাসাগর 'কস্যচিৎ ভাইপো সহচরস্য' ছদ্মনামে 'ব্রজবিলাস' রচনা করেন।
২৪. 'নীলদর্পণ' নাটকের পটভূমি হিসেবে কোন গ্রামের নাম উল্লেখ করা হয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: দীনবন্ধু মিত্র নাটকের পটভূমি হিসেবে 'স্বর্ণগোঁটা' নামক একটি গ্রামের উল্লেখ করেছেন, যা তৎকালীন যশোর বা নদীয়া অঞ্চলের কোনো গ্রামকে নির্দেশ করে।
২৫. বিজন ভট্টাচার্য জীবনের শেষ দিকে কোন শহরের চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন?
প্রাসঙ্গিক তথ্য: জীবনের শেষ পর্বে বিজন ভট্টাচার্য মুম্বাই চলে যান এবং সেখানকার হিন্দি চলচ্চিত্র জগতে চিত্রনাট্যকার ও অভিনেতা হিসেবে কাজ করেন।
২৬. ফোর্ট উইলিয়াম কলেজের কোন লেখক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পণ্ডিত হিসেবে কাজ করতেন?
প্রাসঙ্গিক তথ্য: ফোর্ট উইলিয়াম কলেজে যোগদানের আগে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কলকাতার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সভাপণ্ডিত হিসেবে কর্মরত ছিলেন।
২৭. নারীশিক্ষার প্রসারে বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর ছিলেন জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন প্রতিষ্ঠিত 'বেথুন স্কুল'-এর সম্পাদক। তিনি এই প্রতিষ্ঠানের মাধ্যমে নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২৮. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে বাঙালি নারীর আদর্শ, দুঃখ ও আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: 'বঙ্গনারী' (১৮৯৯) নাটকে দ্বিজেন্দ্রলাল রায় সমকালীন বাঙালি নারীর বিভিন্ন সমস্যা, আদর্শ ও আত্মত্যাগের দিকটি তুলে ধরেছেন।
২৯. 'নীলদর্পণ' নাটকের দাসী চরিত্রটির নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: আদুরী চরিত্রটি 'নীলদর্পণ' নাটকের একটি গুরুত্বপূর্ণ দাসী চরিত্র, যার সংলাপের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।
৩০. বিজন ভট্টাচার্যের কোন নাটকটি শহুরে ও গ্রামীণ সংস্কৃতির দ্বন্দ্ব নিয়ে রচিত?
প্রাসঙ্গিক তথ্য: 'গোত্রান্তর' নাটকে বিজন ভট্টাচার্য শহরের যান্ত্রিক সভ্যতার সঙ্গে গ্রামের সরল জীবন ও সংস্কৃতির সংঘাতকে তুলে ধরেছেন।
৩১. 'ঈশপের গল্প' বাংলায় প্রথম কে অনুবাদ করেন?
প্রাসঙ্গিক তথ্য: ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক তারিণীচরণ মিত্র 'The Oriental Fabulist' নামে একটি গ্রন্থে ঈশপের গল্পগুলির বাংলা, হিন্দি ও ফারসি অনুবাদ সংকলন করেন।
৩২. 'সারদামঙ্গল' কাব্যে বিহারীলাল চক্রবর্তী কোন দেবীর বন্দনা করেছেন?
প্রাসঙ্গিক তথ্য: 'সারদামঙ্গল' কাব্যের 'সারদা' হলেন বিদ্যার দেবী সরস্বতী, যিনি কবির কাছে সৌন্দর্যের ও কবিত্বশক্তির উৎস হিসেবে প্রতিভাত হয়েছেন।
৩৩. মাইকেল মধুসূদন দত্তের কোন নাটকটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়?
প্রাসঙ্গিক তথ্য: 'মায়াকানন' নাটকটি মধুসূদন শেষ জীবনে রচনা করলেও এটি তাঁর মৃত্যুর পর ১৮৭৪ সালে প্রকাশিত হয়।
৩৪. বিদ্যাসাগর প্রতিষ্ঠিত কলেজটির মূল নাম কী ছিল?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর ১৮৭২ সালে 'মেট্রোপলিটন ইনস্টিটিউশন' প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে 'বিদ্যাসাগর কলেজ' নামে পরিচিত।
৩৫. বিজন ভট্টাচার্য রচিত একটি বিখ্যাত একাঙ্ক নাটকের নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: 'দলিল' বিজন ভট্টাচার্য রচিত একটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটক, যা কৃষক জীবনের সংগ্রামকে কেন্দ্র করে লেখা।
৩৬. শ্রীরামপুর মিশন প্রেস কে প্রতিষ্ঠা করেন?
প্রাসঙ্গিক তথ্য: উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড - এই শ্রীরামপুর ত্রয়ী ১৮০০ সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন, যা বাংলা মুদ্রণ শিল্পে বিপ্লব আনে।
৩৭. বিদ্যাসাগর কোন গ্রন্থে যুক্তাক্ষর ও বাক্যগঠনের পাঠ দেন?
প্রাসঙ্গিক তথ্য: 'বর্ণপরিচয় প্রথম ভাগ'-এ বর্ণমালা শেখানোর পর, 'বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ'-এ বিদ্যাসাগর যুক্তাক্ষরের সঙ্গে পরিচয় করান এবং সহজ বাক্যগঠনের পাঠ দেন।
৩৮. "ওই মহাসিন্ধুর ওপার থেকে কী সংগীত ভেসে আসে" - এই বিখ্যাত গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের?
প্রাসঙ্গিক তথ্য: এই আধ্যাত্মিক ও দেশাত্মবোধক গানটি 'রাণা প্রতাপসিংহ' (১৯০৫) নাটকের অন্তর্ভুক্ত।
৩৯. 'নীলদর্পণ' নাটকে বিন্দুমাধবের স্ত্রীর নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: নবীন মাধবের ভাই বিন্দুমাধবের স্ত্রীর নাম ছিল সরলতা। গোলক বসুর স্ত্রীর নাম সাবিত্রী এবং রাইচরণ নামক এক প্রজার স্ত্রীর নাম রেবতী।
৪০. 'নবান্ন' নাটকের ইংরেজি নাম কী ছিল?
প্রাসঙ্গিক তথ্য: 'নবান্ন' নাটকের কোনো আনুষ্ঠানিক ইংরেজি নাম ছিল না। এটি মূলত বাংলা নামেই পরিচিত। প্রশ্নটি বিভ্রান্ত করার জন্য।
৪১. বিদ্যাসাগরের লেখা একটি বিখ্যাত সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: 'ব্যাকরণ কৌমুদী' (১৮৫৩-৫৪) বিদ্যাসাগরের লেখা একটি যুগান্তকারী সংস্কৃত ব্যাকরণ, যা প্রচলিত মুগ্ধবোধ ব্যাকরণের জটিলতা দূর করে শিক্ষাকে সহজ করে।
৪২. 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসের?
প্রাসঙ্গিক তথ্য: 'ঠকচাচা' প্যারিচাঁদ মিত্রের 'আলালের ঘরের দুলাল' উপন্যাসের একটি স্মরণীয় পার্শ্বচরিত্র, যে অত্যন্ত ধূর্ত ও হিসাবি।
৪৩. 'মেঘনাদবধ কাব্য'-এর নায়ক কে?
প্রাসঙ্গিক তথ্য: সমালোচকদের মতে, 'মেঘনাদবধ কাব্য'-এর নাম মেঘনাদকে নিয়ে হলেও, এর প্রকৃত ট্র্যাজিক নায়ক হলেন পুত্রশোকে কাতর, মহিমান্বিত রাবণ।
৪৪. বিজন ভট্টাচার্যের কোন সহ-অভিনেতা পরবর্তীকালে বাংলা থিয়েটারের কিংবদন্তী হয়ে ওঠেন?
প্রাসঙ্গিক তথ্য: 'নবান্ন' নাটকে বিজন ভট্টাচার্যের সহ-অভিনেতা এবং নির্দেশক শম্ভু মিত্র পরবর্তীকালে 'বহুরূপী' নাট্যদল প্রতিষ্ঠা করে বাংলা থিয়েটারের এক কিংবদন্তী পুরুষে পরিণত হন।
৪৫. "ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা" - গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের অংশ?
প্রাসঙ্গিক তথ্য: এই অত্যন্ত জনপ্রিয় দেশাত্মবোধক গানটি ডি. এল. রায়ের 'সাজাহান' নাটকের অন্তর্গত।
৪৬. বাংলা গদ্যের প্রথম বিতর্ক সাহিত্য কার হাতে শুরু হয়?
প্রাসঙ্গিক তথ্য: রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং একেশ্বরবাদের পক্ষে শাস্ত্রীয় যুক্তি দিয়ে যে সকল পুস্তিকা রচনা করেন, সেগুলিই বাংলা গদ্যে প্রথম সার্থক বিতর্ক সাহিত্যের নিদর্শন।
৪৭. 'কর্মদেবী' আখ্যানকাব্যটি কার লেখা?
প্রাসঙ্গিক তথ্য: 'পদ্মিনী উপাখ্যান'-এর পাশাপাশি 'কর্মদেবী' (১৮৬২) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা আরেকটি উল্লেখযোগ্য ঐতিহাসিক আখ্যানকাব্য।
৪৮. 'নীলদর্পণ' নাটকের কোন চরিত্রটি উচ্চশিক্ষার জন্য কলকাতা গিয়েছিল?
প্রাসঙ্গিক তথ্য: গোলক বসুর কনিষ্ঠ পুত্র বিন্দুমাধব উচ্চশিক্ষার জন্য কলকাতায় থাকতেন এবং নাটকের শুরুতে গ্রামে ফিরে আসেন।
৪৯. দ্বিজেন্দ্রলাল রায়ের পিতার নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: ডি. এল. রায়ের পিতা ছিলেন কৃষ্ণনগর রাজসভার দেওয়ান, সংগীতজ্ঞ ও লেখক কার্তিকেয়চন্দ্র রায়।
৫০. বিজন ভট্টাচার্যের 'নবান্ন' নাটকটি কার নামে উৎসর্গীকৃত?
প্রাসঙ্গিক তথ্য: নাটকটি "কলকাতার সেই অখ্যাত ভদ্রলোককে" উৎসর্গ করা হয়েছে, যিনি মন্বন্তরের সময় অনাহারে মৃত এক ব্যক্তির সৎকারের জন্য নিজের গায়ের শাল খুলে দিয়েছিলেন।
৫১. ফোর্ট উইলিয়াম কলেজের কোন লেখক হিন্দুস্তানি ও ফারসি বিভাগেও শিক্ষকতা করতেন?
প্রাসঙ্গিক তথ্য: তারিণীচরণ মিত্র বহুভাষাবিদ ছিলেন। তিনি বাংলা বিভাগের পাশাপাশি হিন্দুস্তানি ও ফারসি বিভাগেও শিক্ষকতা করতেন।
৫২. 'ফুলমণি ও করুণার বিবরণ' উপন্যাসের করুণা চরিত্রটি কীসের প্রতীক?
প্রাসঙ্গিক তথ্য: হানা ক্যাথরিন মুলেনসের এই উপন্যাসে 'করুণা' চরিত্রটি খ্রিস্টধর্মের আদর্শে অনুপ্রাণিত একজন শিক্ষিত ও আদর্শ নারীর প্রতীক হিসেবে চিত্রিত।
৫৩. মাইকেল মধুসূদনের 'শর্মিষ্ঠা' নাটকের কাহিনী কোথা থেকে নেওয়া হয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: 'শর্মিষ্ঠা' নাটকের কাহিনী মহাভারতের আদিপর্বে বর্ণিত যযাতি-দেবযানী-শর্মিষ্ঠার বিখ্যাত উপাখ্যান থেকে গৃহীত।
৫৪. বিদ্যাসাগর কার কাছ থেকে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন?
প্রাসঙ্গিক তথ্য: ১৮৩৯ সালে সংস্কৃত কলেজে অনুষ্ঠিত একটি পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য কলেজের অধ্যাপকমণ্ডলী তাঁকে 'বিদ্যাসাগর' উপাধিতে ভূষিত করেন।
৫৫. 'নবান্ন' নাটকটি প্রথম কোথায় মঞ্চস্থ হয়?
প্রাসঙ্গিক তথ্য: 'নবান্ন' নাটকটি ১৯৪৪ সালের ২৪শে অক্টোবর কলকাতার শ্রীরামপুর হলে প্রথম মঞ্চস্থ হয়।
৫৬. দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয়চন্দ্র রায়ের লেখা আত্মজীবনীর নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: কার্তিকেয়চন্দ্র রায় 'আত্মজীবনচরিত' নামে একটি মূল্যবান স্মৃতিকথা রচনা করেন, যা তৎকালীন সমাজ ও সংস্কৃতির দলিল।
৫৭. দীনবন্ধু মিত্রের কোন চরিত্রটি শিক্ষিত হয়েও ভীরু ও আপসকামী?
প্রাসঙ্গিক তথ্য: 'নীলদর্পণ' নাটকে বিন্দুমাধব চরিত্রটি কলকাতায় শিক্ষিত হলেও সে নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে ভয় পায়।
৫৮. 'একেই কি বলে সভ্যতা?' প্রহসনটির ঘটনা কোন উৎসবকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
প্রাসঙ্গিক তথ্য: এই প্রহসনের কাহিনী 'বেঙ্গল স্পিরিট ক্লাব'-এর সদস্যদের দ্বারা আয়োজিত একটি সরস্বতী পূজার রাত্রিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
৫৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগরের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী। তাঁর পিতামহ ছিলেন রামজয় তর্কভূষণ।
৬০. ভারতীয় গণনাট্য সংঘ কোন সংগঠনের গর্ভ থেকে জন্মলাভ করে?
প্রাসঙ্গিক তথ্য: ভারতীয় গণনাট্য সংঘের (IPTA) পূর্বসূরী ছিল 'ফ্যাসিবাদ-বিরোধী লেখক ও শিল্পী সংঘ', যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গড়ে ওঠে।
৬১. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে আকবর একটি গুরুত্বপূর্ণ চরিত্র?
প্রাসঙ্গিক তথ্য: 'রাণা প্রতাপসিংহ' এবং 'মেবার পতন' উভয় নাটকেই মোগল সম্রাট আকবর একটি অন্যতম প্রধান চরিত্র হিসেবে উপস্থিত।
৬২. শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাময়িকপত্র কোনটি?
প্রাসঙ্গিক তথ্য: জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় ১৮১৮ সালের এপ্রিলে 'দিগদর্শন' মাসিক পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। 'সমাচার দর্পণ' ছিল সাপ্তাহিক।
৬৩. বিদ্যাসাগর কোন গ্রন্থে প্রথম গদ্যের শিল্পরূপ নিয়ে সচেতন হন এবং মার্জিত শৈলী ব্যবহার করেন?
প্রাসঙ্গিক তথ্য: কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম্' অবলম্বনে রচিত 'শকুন্তলা' (১৮৫৪) গ্রন্থেই বিদ্যাসাগরের গদ্য প্রথম লালিত্য ও শিল্পগুণে মণ্ডিত হয়ে ওঠে।
৬৪. "সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি বীরবাহু, চলি যবে গেলা যমপুরে অকালে" - এই লাইনগুলি কোন কাব্যের?
প্রাসঙ্গিক তথ্য: এই বিখ্যাত লাইনগুলি 'মেঘনাদবধ কাব্য'-এর প্রথম সর্গের সূচনা, যেখানে রাবণ পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ শুনছেন।
৬৫. বিজন ভট্টাচার্যের কোন নাটকটি শহুরে মধ্যবিত্ত দম্পতির মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে লেখা?
প্রাসঙ্গিক তথ্য: 'জতুগৃহ' নাটকটিতে শহুরে জীবনের চাপ, অর্থনৈতিক সংকট এবং তার ফলে দম্পতির মধ্যে সৃষ্ট মনস্তাত্ত্বিক দূরত্বকে তুলে ধরা হয়েছে।
৬৬. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে 'সোহরাব ও রোস্তম'-এর কাহিনীর ছায়া লক্ষ্য করা যায়?
প্রাসঙ্গিক তথ্য: 'তারাবাঈ' নাটকে পিতা ও পুত্রের অজ্ঞাতসারে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার যে করুণ কাহিনী রয়েছে, তা পারস্যের 'সোহরাব ও রোস্তম' কাহিনীর দ্বারা প্রভাবিত।
৬৭. দীনবন্ধু মিত্রের ডাক নাম কী ছিল?
প্রাসঙ্গিক তথ্য: দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম ছিল গন্ধর্ব নারায়ণ। 'দীনবন্ধু' নামটি সম্ভবত তাঁর সাহিত্যিক নাম বা পরবর্তীকালে প্রাপ্ত।
প্রাসঙ্গিক তথ্য: এই প্রহসনে ভণ্ড জমিদার ভক্তপ্রসাদ যে যুবতীর প্রতি আসক্ত হন, তার নাম হানিফা।
৬৯. ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তকগুলির মূল বিষয়বস্তু কী ছিল?
প্রাসঙ্গিক তথ্য: মূলত ইতিহাস, লোককথা, নীতিকথা এবং রাজা-বাদশাহদের জীবনীই ছিল ফোর্ট উইলিয়াম কলেজের গদ্যগ্রন্থগুলির প্রধান বিষয়।
৭০. বিদ্যাসাগর কোন ইংরেজ শাসকের সহায়তায় বিধবাবিবাহ আইন পাশ করান?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগরের প্রচেষ্টায় এবং তৎকালীন গভর্নর-জেনারেল লর্ড ক্যানিং-এর সমর্থনে ১৮৫৬ সালে বিধবাবিবাহ আইন (Act XV of 1856) পাশ হয়।
৭১. বিজন ভট্টাচার্যের কোন নাটকটি চলচ্চিত্রের প্রেক্ষাপট নিয়ে রচিত?
প্রাসঙ্গিক তথ্য: 'ছায়াপথ' নাটকটিতে চলচ্চিত্র জগতের ভেতরের সংগ্রাম, তারকাদের জীবন এবং নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
৭২. "আমি পেয়েছি, আমি পেয়েছি! সে আছে, সে আছে!" - এই সংলাপটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের?
প্রাসঙ্গিক তথ্য: 'পরপারে' নাটকের শেষে নায়ক তার মৃত স্ত্রীকে পরলোকে খুঁজে পাওয়ার আনন্দে এই কথাগুলি উচ্চারণ করে, যা লেখকের জন্মান্তরবাদে বিশ্বাসকে প্রকাশ করে।
৭৩. দীনবন্ধু মিত্রের কোন পুত্র পরবর্তীকালে একজন লেখক হিসেবে পরিচিতি লাভ করেন?
প্রাসঙ্গিক তথ্য: দীনবন্ধু মিত্রের পুত্র ললিতচন্দ্র মিত্র একজন লেখক ও অনুবাদক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
৭৪. "নাটুকে রামনারায়ণ" নামে কে পরিচিত ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: 'কুলীনকুলসর্বস্ব' নাটকের রচয়িতা রামনারায়ণ তর্করত্ন নাটক রচনায় তাঁর দক্ষতার জন্য 'নাটুকে রামনারায়ণ' নামে পরিচিত ছিলেন।
৭৫. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি কোন দেশের অধিবাসী ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: লর্ড ওয়েলেসলি ছিলেন একজন অ্যাংলো-আইরিশ রাজনীতিবিদ এবং ঔপনিবেশিক প্রশাসক। তাঁর জন্ম হয়েছিল আয়ারল্যান্ডের ডাবলিন-এ।
৭৬. দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী অবলম্বনে বিদ্যাসাগর কোন গ্রন্থটি রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম্' নাটকের কাহিনী অবলম্বনে 'শকুন্তলা' (১৮৫৪) গদ্যগ্রন্থটি রচনা করেন।
৭৭. মাইকেল মধুসূদন দত্ত কার কাছে খ্রিস্টধর্মে দীক্ষা গ্রহণ করেন?
প্রাসঙ্গিক তথ্য: ১৮৪৩ সালে রেভারেন্ড আলেকজান্ডার ডাফের কাছে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্মে দীক্ষিত হন এবং 'মাইকেল' নামটি গ্রহণ করেন।
৭৮. দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু কোথায় হয়?
প্রাসঙ্গিক তথ্য: দ্বিজেন্দ্রলাল রায় মাত্র ৫০ বছর বয়সে ১৯১৩ সালের ১৭ই মে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৭৯. বিজন ভট্টাচার্য রবীন্দ্রনাথের কোন নাটকে অভিনয় করেছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য শম্ভু মিত্রের পরিচালনায় 'বহুরূপী' প্রযোজিত 'রক্তকরবী' নাটকে সর্দার চরিত্রে অভিনয় করেছিলেন।
৮০. দীনবন্ধু মিত্রের নাটকে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: দীনবন্ধু মিত্রের নাটকে নীলকরদের অত্যাচার, কৌলীন্য প্রথা, বহুবিবাহের মতো সামাজিক সমস্যার পাশাপাশি প্রহসনের মাধ্যমে হাস্যরস ও ব্যঙ্গ এবং গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র পাওয়া যায়।
৮১. বিদ্যাসাগরের অসমাপ্ত আত্মজীবনীর নাম কী?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর 'আত্মচরিত' নামে একটি আত্মজীবনী লেখা শুরু করেন, কিন্তু তা সম্পূর্ণ করে যেতে পারেননি।
৮২. "দেশোদ্ধার যার জীবনের ব্রত, সে কি শুধু নিজের দেশের কাজ করে?" - সংলাপটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের?
প্রাসঙ্গিক তথ্য: এই সংলাপটি 'দুর্গাদাস' নাটকের, যা জাতীয়তাবাদের সংকীর্ণ সীমা অতিক্রম করে এক বৃহত্তর মানবতাবাদের আদর্শকে তুলে ধরে।
৮৩. 'মেঘনাদবধ কাব্য'-এর কোন চরিত্রটি বীররসের মূর্ত প্রতীক?
প্রাসঙ্গিক তথ্য: ইন্দ্রজিৎ বা মেঘনাদ চরিত্রটি তার অসামান্য বীরত্ব, পরাক্রম এবং দেশপ্রেমের জন্য কাব্যের প্রধান বীররসের আধার।
৮৪. 'নবান্ন' নাটকে 'হারু দত্ত' বা মহাজনের চরিত্রে কে অভিনয় করেছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: 'নবান্ন' নাটকের প্রথম মঞ্চায়নে কুখ্যাত মহাজন 'হারু দত্ত'র চরিত্রে অভিনয় করেন বিশিষ্ট অভিনেতা গঙ্গাপদ বসু।
৮৫. মাইকেল মধুসূদনের 'কৃষ্ণকুমারী' নাটকের কাহিনী কোন ঐতিহাসিক ঘটনা থেকে নেওয়া?
প্রাসঙ্গিক তথ্য: 'কৃষ্ণকুমারী' নাটকের কাহিনী কর্নেল জেমস টডের 'Annals and Antiquities of Rajasthan' গ্রন্থে বর্ণিত মেবারের রাজকুমারী কৃষ্ণকুমারীর ট্র্যাজিক জীবন থেকে গৃহীত।
৮৬. রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেন?
প্রাসঙ্গিক তথ্য: রাজা রামমোহন রায় ১৭৭২ সালে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
৮৭. বিদ্যাসাগরের কোন গ্রন্থটি একটি প্রাচীন পুঁথির সম্পাদিত রূপ?
প্রাসঙ্গিক তথ্য: বিদ্যাসাগর 'অন্নদামঙ্গল' সহ একাধিক প্রাচীন গ্রন্থ সম্পাদনা করেছেন। এটি একটি বিভ্রান্তিকর প্রশ্ন। তিনি ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' সম্পাদনা করেন।
৮৮. 'মেঘনাদবধ কাব্য' রচনার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত কোন পাশ্চাত্য কবির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: 'মেঘনাদবধ কাব্য'-এর গঠন, বীররসের প্রয়োগ এবং করুণ রসের গভীরতায় গ্রিক মহাকবি হোমারের 'ইলিয়াড'-এর প্রভাব সর্বাধিক।
৮৯. বিজন ভট্টাচার্য নাট্যকার ও পরিচালক ছাড়াও আর কোন পরিচয়ে বিখ্যাত ছিলেন?
প্রাসঙ্গিক তথ্য: বিজন ভট্টাচার্য একজন অত্যন্ত শক্তিশালী অভিনেতা ছিলেন। তিনি নিজের নাটক ছাড়াও 'মেঘে ঢাকা তারা', 'পদ্মা নদীর মাঝি' ইত্যাদি বিখ্যাত চলচ্চিত্রে অভিনয় করেছেন।
৯০. দীনবন্ধু মিত্রের প্রধান পরিচয় কী?
প্রাসঙ্গিক তথ্য: যদিও তিনি কাব্য রচনা করেছেন, 'নীলদর্পণ'-এর মতো যুগান্তকারী নাটক এবং 'সধবার একাদশী'-র মতো প্রহসন রচনার জন্যই দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।
৯১. রবীন্দ্রনাথের 'প্রায়শ্চিত্ত' নাটকটি কোন উপন্যাস অবলম্বনে রচিত?
প্রাসঙ্গিক তথ্য: যদিও এই প্রশ্নটি পাঠ্যসূচির বাইরে, এটি প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথের 'প্রায়শ্চিত্ত' নাটকটি তাঁর 'বউ-ঠাকুরাণীর হাট' উপন্যাস অবলম্বনে রচিত।
প্রাসঙ্গিক তথ্য: 'জবানবন্দী' নাটকের কৃষক চরিত্রটি মন্বন্তরের প্রেক্ষাপটে তার পরিবারের জন্য একমুঠো চাল জোগাড় করতে না পেরে আত্মহত্যা করে।
৯৩. "পতিতোদ্ধারিণি গঙ্গে" গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকে ব্যবহৃত হয়েছে?
প্রাসঙ্গিক তথ্য: এই বিখ্যাত ভক্তিগীতিটি দ্বিজেন্দ্রলাল রায়ের 'পতিতা' নাটকের অন্তর্গত। প্রশ্নটি বিভ্রান্ত করার জন্য ভুল বিকল্প দেওয়া হয়েছে।
৯৪. 'কুলীনকুলসর্বস্ব' (১৮৫৪) নাটকটি কার লেখা?
প্রাসঙ্গিক তথ্য: 'কুলীনকুলসর্বস্ব' রামনারায়ণ তর্করত্নের লেখা একটি বিখ্যাত সামাজিক নাটক, যা কৌলীন্য প্রথার কুফলকে তীব্রভাবে আক্রমণ করে।
৯৫. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোন প্রতিষ্ঠানে অধ্যাপনা করতেন, যা বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন?
প্রাসঙ্গিক তথ্য: রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন (বর্তমান বিদ্যাসাগর কলেজ)-এ ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন।
৯৬. হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কোন বিদেশি শিক্ষাব্রতীর ভূমিকা ছিল অনস্বীকার্য?
প্রাসঙ্গিক তথ্য: স্কটিশ ঘড়ি-ব্যবসায়ী ও শিক্ষাব্রতী ডেভিড হেয়ার ১৮১৭ সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন।
৯৭. 'বেদান্ত গ্রন্থ' এবং 'বেদান্তসার' কে রচনা করেন?
প্রাসঙ্গিক তথ্য: রাজা রামমোহন রায় উপনিষদের একেশ্বরবাদ প্রচারের জন্য 'বেদান্ত গ্রন্থ' (১৮১৫) এবং তার সংক্ষিপ্তসার 'বেদান্তসার' রচনা করেন।
৯৮. দ্বিজেন্দ্রলাল রায়ের কোন নাটকের শেষে ঔরংজেব একজন পরাজিত ও হতাশ বাদশাহ হিসেবে চিত্রিত?
প্রাসঙ্গিক তথ্য: 'সাজাহান' নাটকে ঔরংজেব বিজয়ী কিন্তু নৈতিকভাবে পরাজিত। তবে 'দুর্গাদাস' নাটকের শেষে ঔরংজেব দুর্গাদাসের মহত্ত্বের কাছে সম্পূর্ণরূপে পরাজিত ও হতাশ এক বৃদ্ধ হিসেবে চিত্রিত।
৯৯. 'সনেট' বা চতুর্দশপদী কবিতার উৎস কোন দেশে?
প্রাসঙ্গিক তথ্য: সনেটের জন্ম ইতালিতে। কবি পেত্রার্ক এর সার্থক রূপকার। মাইকেল মধুসূদন দত্ত পেত্রার্কের আদর্শেই বাংলা সনেট রচনা করেন।
১০০. ঋত্বিক ঘটক পরিচালিত কোন বিখ্যাত চলচ্চিত্রে বিজন ভট্টাচার্য একজন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন?
প্রাসঙ্গিক তথ্য: ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র 'মেঘে ঢাকা তারা'-তে বিজন ভট্টাচার্য নায়িকার বাবা, স্কুলশিক্ষকের মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করেছিলেন।
1 Comments
So helpful sir
ReplyDelete