অতীতের চোখে ভবিষ্যৎ: গ্রামারের এক অদ্ভুত টাইম ট্রাভেল!

অতীতের চোখে ভবিষ্যৎ: গ্রামারের এক অদ্ভুত টাইম ট্রাভেল!

Will যখন Would হয়ে অতীতে ফেরে

মাঝে মাঝে মনে হয়, আমাদের জীবনটা যদি কোনো ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা হতো, তবে এডিট করা কতই না সহজ হতো! গতকাল রাতে যখন বিছানায় শুয়ে বিরিয়ানির স্বপ্ন দেখছিলাম, তখন নিজেকে কথা দিয়েছিলাম যে আজ সকালে উঠে নির্ঘাত জিম যাব। এই যে গতকাল দাঁড়িয়ে আজকের কথা ভেবেছিলাম—এটাই হলো অতীতের চোখে দেখা ভবিষ্যৎ। কিন্তু বাস্তবে আজ সকালে আমি জিমের বদলে আবার সেই বিরিয়ানির হাড়ি নিয়েই আড্ডা দিচ্ছি। ব্যাকরণের ভাষায় একেই বলে "Future in the Past"।

১. Would: সেই পুরোনো প্রতিশ্রুতি

আপনি যখন কাউকে বলছেন যে, সে কথা দিয়েছিল সে আসবে—তখন আপনি আসলে অতীতের একটা পয়েন্টে দাঁড়িয়ে তার ভবিষ্যতের কথা বলছেন। এখানে 'Will' বসালে বাক্যটা বড্ড বেমানান লাগে, তাই এখানে বসাতে হয় 'Would'।

"পপলু ভেবেছিল সে একটা আইফোন কিনবে এবং পাড়ায় বড়লোক দেখাবে। কিন্তু মাস শেষে সে দেখল কিস্তির চোটে তার কিডনি বিক্রির বিজ্ঞাপন দেওয়া ছাড়া গতি নেই।"
— Poplu thought he would buy an iPhone, but now he is just checking kidney prices.

২. Was Going To: যখন প্ল্যানটা ফ্লপ করে

এটি ব্যবহার করা হয় তখন, যখন আপনি অতীতে কোনো মহাপরিকল্পনা করেছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমাদের নিউ ইয়ার রেজোলিউশনগুলোর কথা ভাবুন তো! পহেলা জানুয়ারিতে ভাবলেন মদ ছাড়বেন, আর দোসরা জানুয়ারিতেই আবার গ্লাসে চুমুক দিয়ে বলছেন, "আসলে আজ একটু বেশি ঠান্ডা তো, তাই..."।

"সে ভেবেছিল ডায়েট করবে, কিন্তু মটন বিরিয়ানির গন্ধ পাওয়ার পর তার সব রেজোলিউশন সেই হাড়ির ভেতরেই দাফন হয়ে গেল।"
— She was going to diet, but the aroma of mutton biryani buried her willpower.

৩. Was About To: কান ঘেঁষে বেরিয়ে যাওয়া

যখন কোনো কাজ একদম 'হবে হবে' করছিল কিন্তু ঠিক শেষ মুহূর্তে কোনো মিরাকল বা কোনো বিপর্যয় সেটা থামিয়ে দিল। আপনার সেই মুহূর্তগুলো যখন আপনি সত্যি বলতে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ মনে পড়ল পকেটে টাকা নেই!

"শিক্ষক যখন আমায় প্রশ্নটি ধরবেন ঠিক সেই মুহূর্তেই স্কুল ছুটির ঘণ্টা বেজে উঠল। এর চেয়ে আনন্দদায়ক মিউজিক পৃথিবীতে আর কিছু নেই!"
— The teacher was about to ask me the question, but then the bell rang.

জীবনটা ব্যাকরণ মেনে চলে না ঠিকই, কিন্তু ব্যাকরণটা জীবনের মতো করে শিখলে মন্দ হয় না। অতীতের চোখে ভবিষ্যৎকে দেখার এই যে খেলা, এটাই আমাদের ভাষার সৌন্দর্য। মনে রাখবেন, গুগল বা কোনো গ্রামার বই আপনাকে নিয়ম শেখাতে পারে, কিন্তু তার ব্যবহারের স্মার্টনেসটা আপনাকেই অর্জন করতে হবে।

X

Never Miss an Update!

Join my newsletter to get the latest posts from AbhijitDas.in directly to your inbox.